এয়ার অ্যাস্ট্রার একটা কিনলে একটা টিকিট থাকবে বিনামূল্যে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০১:৫৭ এএম
দুই বছরপূর্তীর আগেই আইএটিএ সদস্য এয়ারলাইন হিসাবে স্বীকৃতি পাওয়ার উদযাপনে যাত্রীদের জন্য বাই-ওয়ান গেট-ওয়ান অফার দিচ্ছে বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা। এ অফারের জন্য ২০ হাজার সিট উন্মুক্ত করে দিচ্ছে যেকোনো রুটে বাই-ওয়ান গেট-ওয়ান ভিত্তিতে।
বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই বিশেষ অফারের টিকিট যাত্রীরা ক্রয় করতে পারবেন এয়ার অ্যাস্ট্রা’র ওয়েবসাইট, মোবাইল অ্যাপস এবং সেলস অফিস থেকে।
অফারটি
সম্পর্কে এয়ার অ্যাস্ট্রা’র সিইও ইমরান আসিফ বলেন, ‘এয়ার অ্যাস্ট্রা সবসময়
যাত্রীদেরা ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করে, আমরা এরই মধ্যে ইন-ফ্লাইটে
শিশুদের জন্য ফানবুক, ফার্স্ট ফ্লাইট সার্টিফিকেটসহ বিভিন্ন সুবিধাদি যোগ
করেছি। আর এবার এয়ার অ্যাস্ট্রা’র দুই বছরপূর্তী উপলক্ষে আমরা ২০ হাজার সিট
বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারে দিচ্ছি’।
অফারটি পেতে হলে সর্বনিন্ম
দুজন যাত্রীকে একসাথে টিকিট ক্রয় করতে হবে। একটি কিনলে একটি ফ্রি অফারে
যাত্রীরা টিকিট ক্রয় করতে পারবেন ১৫ নভেম্বর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত
এবং ভ্রমণ করতে পারবেন ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।
আইএটিএ মেম্বার এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা, ঢাকা-চট্রগ্রাম-ঢাকা, এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন ১৩টি ফ্লাইট পরিচালনা করছে। এয়ার অ্যাস্ট্রা’র বহরে বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট।