Logo
Logo
×

ভ্রমণ ও পর্যটন

পার্বত্য তিন জেলায় খুলছে পর্যটনের দুয়ার

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৬:০১ পিএম

পার্বত্য তিন জেলায় খুলছে পর্যটনের দুয়ার

বাংলাদেশের অন্যতম নৈসর্গিক পর্যটন এলাকা চট্টগ্রামের তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান।

পাহাড়ে ঘেরা এই অঞ্চলগুলোতে টানা প্রায় এক মাসের ভ্রমণ নিষেধাজ্ঞার পর অবশেষে স্বাভাবিক হতে যাচ্ছে। পর্যটনের এই স্বর্গরাজ্য রাঙ্গামাটিতে আগামী ১ নভেম্বর থেকে ঘুরতে আসতে পারবেন ভ্রমণপিপাসুরা। একইসঙ্গে ৫ নভেম্বর খুলে যাচ্ছে খাগড়াছড়ি ভ্রমণের দুয়ার এবং আগামী সপ্তাহ থেকে বান্দরবানে সীমিত পরিসরে পর্যটন স্পটসমূহ উন্মুক্ত করা হবে।

বুধবার (৩০ অক্টোবর) রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা প্রশাসন পর্যটন পুনরায় উন্মুক্ত করার সিদ্ধান্তে নেয়।

রাঙ্গামাটি : সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় আগামী ১ নভেম্বর থেকে রাঙ্গামাটিতে পর্যটকদের আগমনের ওপর সকল প্রকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে বুধবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় পর্যটকদের বরণের প্রস্তুতি নিয়েছে রাঙ্গামাটির পর্যটন উদ্যোক্তারা। রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সসহ বেসরকারি পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণে আসা পর্যটকদের আতিথেয়তায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। আগামী ৫ নভেম্বর থেকে পর্যটকরা খাগড়াছড়িতে ভ্রমণ করতে পারবেন।

বান্দরবান : বান্দরবানে আগামী সপ্তাহে সীমিত পরিসরে পর্যটন স্পটসমুহ উন্মুক্ত করা হবে বলে বুধবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন