আলজেরিয়া রাষ্ট্রদূতের সঙ্গে বিহা'র সভাপতি হাকিম আলীর সৌজন্য সাক্ষাৎ
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৬:৪৬ পিএম
বাংলাদেশে আলজেরিয়ার রাষ্ট্রদূত এইচ.ই. ড. আবদেল ওয়াহাব সাইদানীর সঙ্গে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিহা) সভাপতি এইচ.এম. হাকিম আলীর সৌজন্য সাক্ষাৎ
হোটেল সারিনা ঢাকায় শনিবার (১৯ অক্টোবর) এক নৈশভোজ অনুষ্ঠানে বাংলাদেশে আলজেরিয়ার রাষ্ট্রদূত এইচ.ই. ড. আবদেল ওয়াহাব সাইদানীর সঙ্গে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিহা) সভাপতি এইচ.এম. হাকিম আলী সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা দুই দেশের মধ্যে পর্যটন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল আ্যাসোসিয়েশনের (বিহা) প্রেসিডেন্ট এইচ এম হাকিম আলী বাংলাদেশের পর্যটন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স আ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়া তিনি এবছর পর্যটনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তর্জাতিক ট্যুরিজম অ্যাওয়ার্ড পেয়েছেন।
হাকিম আলী বাংলাদেশের পর্যটন শিল্পকে গঠন ও অগ্রসর করার ক্ষেত্রে দীর্ঘদিন চালিকা শক্তি হিসেবে কাজ করে যাচ্ছেন। তার দূরদর্শী নেতৃত্ব এবং যুগোপযোগী সিদ্ধান্তের ফলস্বরূপ হোটেল আগ্রাবাদ ১৯৭০ সাল থেকে দেশি–বিদেশি অতিথিদের সর্বোচ্চ সেবা প্রদান করে আসছে। তিনি পর্যটনের প্রচার, প্রসারের লক্ষে বিভিন্নভাবে সহযোগিতা বৃদ্ধি এবং দেশজুড়ে হোটেল ব্যবসায়ীদের পেশাগত উন্নয়নের লক্ষ্যে উদ্যোগী ভূমিকা রেখে চলেছেন।