Logo
Logo
×

ভ্রমণ ও পর্যটন

'সুলতানাজ ড্রিম আনবাউন্ড’ স্লোগানে

ইয়ালা পর্বতের চূড়ায় লাল সবুজের পতাকা

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩ এএম

ইয়ালা পর্বতের চূড়ায় লাল সবুজের পতাকা

ইয়ালা পর্বতের চূড়ায় (৫৫০০ মিটার) আরোহণ করেছে টিম সুলতানা'জ ড্রিম

সুলতানার স্বপ্ন অবারিত প্রতিপাদ্য নিয়ে টিম সুলতানা'জ ড্রিম সোমবার (৩০ ডিসেম্বর) নেপাল হিমালয়ের ইয়ালা পর্বতের চূড়ায় (৫৫০০ মিটার) আরোহণ করেছে।

দুপুর ২টায় নিশাত মজুমদার, ইয়াছমিন লিসা ও তাহুরা সুলতানা রেখাকে সঙ্গে নিয়ে ইয়ালা পর্বতের চূড়ায় বাংলাদেশের পতাকা তুলে ধরেন।

এটি টিম সুলতানা'জ ড্রিমের Women Winter Expedition এর প্রথম আরোহণ। টিমের সবাই এখন কেয়াঞ্জিং গ্রামে আছে। সকলেই সুস্থ আছে বলে জানিয়েছে পর্বতারোহীদের সংগঠন ‘অভিযাত্রী’। 

উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মতো ‘উইমেন’স উইন্টার এক্সপিডিশন’ বা ‘নারীদের শীতকালীন অভিযান’ শীর্ষক এক বিশেষ পর্বত অভিযানের আয়োজন করেছে পর্বতারোহীদের সংগঠন ‘অভিযাত্রী’। আন্তর্জাতিক ব্র্যান্ড মাস্টারকার্ডের সার্বিক সহযোগিতায় এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি পর্বতারোহী নিশাত মজুমদার। উদ্যোগের আরেক সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর। ২১ ডিসেম্বর ৫ সদস্যের অভিযাত্রী দল ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছিলেন। অভিযানে নতুন প্রশিক্ষণার্থী ট্রেকার এপি ও অর্পিতা বেইজক্যাম্প পর্যন্ত ট্র্যাক করেন।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন