Logo
Logo
×

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল খাতের সংস্কার ও দক্ষতা বৃদ্ধিতে উদ্যোগ নিয়েছে বেসিস

Icon

ঢাকা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০২:১১ এএম

ডিজিটাল খাতের সংস্কার ও দক্ষতা বৃদ্ধিতে উদ্যোগ নিয়েছে বেসিস

ডিজিটাল মার্কেটিং খাতে সংস্কার ও দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস)। ২৩ নভেম্বর বেসিস ডিজিটাল মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির দ্বিতীয় সভায় এমনটা জানানো হয়। অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান কেএএম রাশেদুল মাজিদ। এ ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন ডিরেক্টর-ইন-চার্জ ড. মোহাম্মদ রিসালাত সিদ্দিকী, কো-চেয়ারপার্সন লুতফি হায়দার চৌধুরী, সৈয়দা নাফিসা রেজা এবং তানজিল আবেদীনসহ ১২ জন সদস্য অংশগ্রহণ করেন।

এ সময় সভায় দুটি গুরুত্বপূর্ণ নীতিমালা প্রস্তাব করা হয়। প্রথম নীতিমালায় সফটওয়্যার কোম্পানিগুলোর জন্য নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হয়। যা তাদের কার্যক্ষমতা ও প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াবে। দ্বিতীয় নীতিমালায় স্থানীয়ভাবে গড়ে ওঠা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মগুলোকে উৎসাহিত ও সুরক্ষা দেওয়ার জন্য নীতিমালা প্রণয়নের প্রস্তাব করা হয়। এটি আন্তর্জাতিক প্রতিযোগীদের চাপে থাকা স্থানীয় কোম্পানিগুলোর জন্য ন্যায্য সুযোগ তৈরি করবে বলে আশা করা হয়।

দক্ষতা উন্নয়নে কমিটি প্রতিমাসে প্রশিক্ষণ আয়োজনের সিদ্ধান্ত নেয়। আগামী ছয় মাসে তিনটি প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যার প্রথমটি ২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এই আলোচনা থেকে কমিটি একটি কৌশলগত রোডম্যাপ তৈরির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বেসিস ডিজিটাল মার্কেটিং খাতের রূপান্তরমূলক উদ্যোগে নেতৃত্ব দিতে, গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন