Logo
Logo
×

তথ্যপ্রযুক্তি

টিপস

গুগল ড্রাইভ থেকে মুছে ফেলা ফাইল উদ্ধার করবেন যেভাবে

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৪:০০ পিএম

গুগল ড্রাইভ থেকে মুছে ফেলা ফাইল উদ্ধার করবেন যেভাবে

চাইলেই গুগল ড্রাইভ থেকে মুছে ফেলা ফাইল উদ্ধার করা যায়। গুগল ড্রাইভ থেকে মুছে ফেলা ফাইল উদ্ধারের পদ্ধতি জেনে নেওয়া যাক।

মুছে ফেলা ফাইল উদ্ধারের জন্য প্রথমে গুগল ড্রাইভ অ্যাপে প্রবেশ করে বাঁ দিকের ওপরে থাকা তিন লাইনের (হ্যাম বার্গার) মেনুতে ট্যাপ করতে হবে। এরপর প্রদর্শিত অপশনগুলো থেকে ‘বিন’ অপশনটি নির্বাচন করতে হবে। এখানে সর্বশেষ ৩০ দিনের মধ্যে মুছে ফেলা ফাইলের তালিকা পাওয়া যাবে। এবার যে ফাইলটি ফিরিয়ে আনতে চান, সেটির পাশে থাকা তিনটি ডট চিহ্নে ট্যাপ করে ‘রিস্টোর’ অপশনটি নির্বাচন করলেই ফাইলটি আগের অবস্থানে ফিরে আসবে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন