Logo
Logo
×

তথ্যপ্রযুক্তি

আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার ব্যবহারের সহজ উপায়

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৩:৫২ পিএম

আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার ব্যবহারের সহজ উপায়

সিরির সঙ্গে যে কোনোও সময় কথা তো বলাই যায়, এখন যে কোনো জায়গায় যে কোনো সময় নিজের প্রশ্ন টাইপ করেও সিরিকে জিজ্ঞেস করতে পারেন।

অ্যাপল সম্প্রতি নিজেদের নতুন অপারেটিং সিস্টেম বাজারে এনেছে। তার সঙ্গে যুক্ত হয়েছে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’। অ্যাপল ইন্টেলিজেন্সের সাহায্যে ব্যবহারকারীরা নতুন লেখার টুল, ফটো ক্লিন আপ, প্রায়োরিটি নোটিফিকেশনসহ আরও অনেক নতুন ফিচারের অভিজ্ঞতা পাবেন। পাশাপাশি, আইফোনের ডিজিটাল সহকারী ‘সিরি’কে আরও স্মার্ট করে তুলেছে অ্যাপল ইন্টেলিজেন্স। সিরির সঙ্গে যে কোনোও সময় কথা তো বলাই যায়, এখন যে কোনো জায়গায় যে কোনো সময় নিজের প্রশ্ন টাইপ করেও সিরিকে জিজ্ঞেস করা যাবে।

কীভাবে ‘টাইপ টু সিরি’ ফিচার ব্যবহার করবেন সে বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি সাইট ডিজিটাল ট্রেন্ডস। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত।

ফিচারটি চালু করবেন কীভাবে?

সিরিতে টাইপ করার আগে প্রথমে নিশ্চিত করতে হবে সেটিংটি চালু করা আছে। অ্যাপল ইন্টেলিজেন্স সেটআপ করার সময়ই এটি চালু হওয়ার কথা। তবে, আরেকবার দেখে নেওয়া ভাল।

১. প্রথমে আইফোনের সেটিংস অ্যাপ চালু করুন।

২. ‘অ্যাপল ইন্টেলিজেন্স অ্যান্ড সিরি’ অপশনে যান।

৩. ‘টক অ্যান্ড টাইপ টু সিরি’ অপশনটি বেছে নিন।

৪. নিশ্চিত করুন, ‘টাইপ টু সিরি’ ফিচারের টগলটি ‘অন’ করা আছে।

এ ফিচার কেউ ব্যবহার না করতে চাইলে টগলটি বন্ধও করে দিতে পারেন এখান থেকে।

ব্যবহার কীভাবে করবেন?

একবার ‘টাইপ টু সিরি’ অপশন চালু হলে, আইফোনের নিচের দিকে ডবল-ট্যাপ করে যে কোনো সময় এটি ব্যবহার করতে পারেন। এটি হোম স্ক্রিনে বা ব্যবহার করা হচ্ছে এমন সব অ্যাপে কাজ করে, তাই এটি যে কোন সময়ই চালু করা যাবে।

১. প্রথমে নিশ্চিত করুন ‘টাইপ টু সিরি’ অপশন চালু করা আছে।

২. এরপর আইফোন স্ক্রিনের একদম নিচের দিকে ডাবল ট্যাপ বা দুবার চাপুন।

৩. এবার নিজের প্রশ্ন টাইপ করতে পারবেন।

৪. শেষ হলে ‘আপ অ্যারো’ বা তীর চিহ্নের মতো দেখতে বাটনে চেপে প্রশ্নটি জমা দিন।

সিরিতে কি টাইপ করবেন বুঝতে পারছেন না? সিরি প্রায় সব প্রশ্নের উত্তর দিতে পারে। পাশাপাশি, অ্যাপল নিজেদের পণ্যের একটি বিরাট ডেটাবেইজ যুক্ত করেছে সিরিতে। ফলে, সিরির থেকে সরাসরি প্রডাক্ট সাপোর্ট বা ডিভাইস সংক্রান্ত বিভিন্ন সাহায্যও পেতে পারেন।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন