Logo
Logo
×

তথ্যপ্রযুক্তি

চিপ নিয়ে আমেরিকা-চীন লড়াই, অনুদান পেল তাইওয়ানের প্রতিষ্ঠান

Icon

ঢাকা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০১:৪২ এএম

চিপ নিয়ে আমেরিকা-চীন লড়াই, অনুদান পেল তাইওয়ানের প্রতিষ্ঠান

চীপ নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে চলমান দ্বন্দ্ব প্রতিনিয়ত তীব্র হচ্ছে। এই প্রেক্ষাপটে আমেরিকার জো বাইডেন সকার তাইওয়ানের চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি-কে ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার অনুদান দিতে যাচ্ছে। বাংলাদেশী মুদ্রায় টাকার অঙ্কটা ৭৮ হাজার ৯০০ কোটি টাকারও বেশি।

শুক্রবার (১৪ নভেম্বর) আমেরিকার বাণিজ্য বিভাগ টিএসএমসি’র সরকারী ভর্তুকি প্রাপ্তির বিষয়টি চূড়ান্ত করেছে। আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফোনিক্সে অবস্থিত টিএসএমসি’র কারখানাতে (ফ্যাব) উন্নত চিপ তৈরির জন্য দেওয়া হচ্ছে সরকারী এই অনুদান।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় চুক্তিভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন (টিএসএমসি)। তাঁদের গ্রাহক তালিকায় রয়েছে অ্যাপল, এনভিডিয়া, এএমডি, কোয়ালকমের মতো বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

চলতি বছরের এপ্রিলে আমেরিকার বাণিজ্য বিভাগ ঘোষণা দেয় যে তাঁরা টিএসএমসি’র আমেরিকা ইউনিটকে অ্যারিজোনা’তে উন্নত চিপ তৈরির জন্য ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রতিষ্ঠানটি চাইলে স্বল্প সুদে ৫ বিলিয়ন ডলার পর্যন্ত সরকারী ঋণও নিতে পারবে। 

পাশাপাশি বাণিজ্য বিভাগের তরফ থেকে আরও জানানো হয় যে, টিএসএমসি ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগে ২০৩০ সালের মধ্যে নতুন আরও দুটি চিপ তৈরির কারখানা (ফ্যাব) তৈরি করবে অ্যারিজোনাতে। এর মধ্যে ২০২৮ সালে অ্যারিজোনাতে তাঁদের দ্বিতীয় কারখানায় (ফ্যাব) উৎপাদন শুরু হবে, যেখানে অত্যাধুনিক ২এনএম (ন্যানোমিটার) চিপ তৈরির সুবিধা থাকবে। 

তৃতীয় কারখানাতে ২০৩০ সালের মধ্যেই উৎপাদন শুরু হওয়ার কথা। উল্লেখ্য, অ্যারিজোনার ফ্যাক্টরিতে চিপ তৈরি করতে টিএসএমসি তাঁদের সবচেয়ে উন্নত ‘এ১৬’ প্রযুক্তি ব্যবহার করবে বলে চুক্তিবদ্ধ হয়েছে। 

চীপ বা সেমিকন্ডাক্টর নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে লড়াই চলছে বেশ ক’বছর ধরেই। চীনের বাজারে আমেরিকার উন্নত চিপ রপ্তানি বন্ধ করতে ২০২২ সালে আমেরিকার বাইডেন সরকার রীতিমতো আইন প্রণয়ন করে। এরপর থেকে আমেরিকায় তৈরি এআই চিপ ও সেমিকন্ডাক্টর তৈরির সরঞ্জাম চীনে রপ্তানি বলতে গেলে বন্ধই হয়ে যায়। 

এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২৫ সালের মধ্যে নিজেদের প্রয়োজনের ৭০ শতাংশ চিপ দেশেই উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এজন্য সরকারী কোষাগার থেকে অনুদান ও ভর্তুকির পাশাপাশি সরাসরি অর্থায়নও করা হয়েছে স্থানীয় চিপ ডিজাইন ও নির্মাতা প্রতিষ্ঠানগুলোতে। স্বল্প সময়ের মধ্যে ৭এনএম (ন্যানোমিটার) চিপ তৈরি করে ইতোমধ্যেই সাফল্যের দেখাও পেয়েছে চীন। তাঁদের পরবর্তী লক্ষ্য ৫এনএম (ন্যানোমিটার) চিপ তৈরি করা। 

আমেরিকা চাইছে উন্নত এআই চিপ তৈরির অত্যাধুনিক সরঞ্জাম ও প্রযুক্তি যেন চীনের হাতে পৌঁছতে না পারে। এজন্য ২০২২ সালের তৈরি আইন গত বছর হালনাগাদ করেছে বাইডেন সরকার। পাশাপাশি তারা চাইছে টিএসএমসি’র মতো শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো আমেরিকাতে চিপ তৈরি করুক। সেজন্যই চিপ নির্মাতাদের ভর্তুকি, অনুদান ও সহজ শর্তে ঋণের মতো বিভিন সুযোগ-সুবিধা প্রদান করছে আমেরিকা সরকার।

তথ্যসূত্র: রয়টার্স

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন