Logo
Logo
×

তথ্যপ্রযুক্তি

শাওমির যেসব নতুন পণ্য প্রদর্শিত হলো চীনে

Icon

ঢাকা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০২:১৬ এএম

শাওমির যেসব নতুন পণ্য প্রদর্শিত হলো চীনে

প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমির আয়োজনে সম্প্রতি চীনে অনুষ্ঠিত হলো অত্যাধুনিক প্রযুক্তি পণ্যের এক প্রদর্শনী। শাওমির বার্ষিক এই আয়োজনে প্রতিষ্ঠানটির বেশ কিছু নতুন অত্যাধুনিক পণ্য সাধারণ ব্যবহারকারীদের সামনে তুলে ধরা হয়েছে।

প্রদর্শনীতে স্থান পেয়েছে শাওমি স্মার্ট ব্যান্ড ৯ প্রো, শাওমি ওয়াচ এস৪, শাওমি ম্যাস সিস্টেম বিই৩৬০০ প্রো, শাওমি স্মার্ট ডোর লোক এম৩০ সিরিজ ও শাওমি টিভি প্রো মিনি এলইডি ২০২৫। এছাড়াও দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় আরও কিছু অত্যাধুনিক প্রযুক্তি পণ্য সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল শাওমির এই প্রদর্শনীতে।


উল্লেখ্য, শাওমি প্রতিবছরই নিজেদের নিত্যনতুন উদ্ভাবনী পণ্যগুলো সাধারণ ব্যবহারকারীদের সামনে তুলে ধরতে আয়োজন করে প্রযুক্তি পণ্যের এই প্রদর্শনী। প্রতিবারের মতো এবারও চীনের উৎসুক প্রযুক্তিপ্রেমীরা উপস্থিত ছিলেন শাওমির প্রদর্শনীতে।

দৈনন্দিন জীবনে স্বাস্থ্য সুরক্ষায় পরিধেয় (ওয়্যারেবল) প্রযুক্তি পণ্যের ক্ষেত্রে যারা ডিজাইন ও গুণগত মান দুটোতেই ফোকাস করেন তাদের জন্য শাওমি নিয়ে এসেছে ১.৭৪ ইঞ্চি এমোলেড ডিসপ্লে ও ২১ দিনের ব্যাটারি ব্যাপ-আপ সমৃদ্ধ শাওমি স্মার্ট ব্যান্ড ৯ প্রো এবং বিভিন্ন ফিচারে সমৃদ্ধ শাওমি স্মার্ট ওয়াচ।


প্রদর্শনীতে শাওমির বিভিন্ন ক্যাটাগরির পণ্য স্থান পেয়েছে। অন্যান্য পণ্যের মধ্যে আরও ছিল মেশ প্রযুক্তিতে তৈরি শাওমির মেশ সিস্টেম বিই৩৬০০ প্রো রাউটার এবং বাসা-বাড়ির নিরাপত্তা প্রদানে আধুনিক প্রযুক্তিতে তৈরি শাওমির এম৩০ স্মার্ট ডোর লক। এছাড়া উন্নত ভিজ্যুয়াল ও স্মার্ট ফিচার সমৃদ্ধ  শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ২০২৫ সিরিজও ছিল দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে।

প্রদর্শনীতে দেখানো পণ্যগুলো গ্রাহকদের দৈনন্দিন জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলেই দাবী শাওমির। স্মার্ট ও ব্যবহারবান্ধব হওয়ায় বিনোদন, ফিটনেস ও যোগাযোগের ক্ষেত্রে শাওমির এই পণ্যগুলো গ্রাহকদের কাছে মনোগ্রাহী হয়ে উঠবে বলেই আশা করছেন শাওমি কর্তারা।



ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন