এআই দিয়ে তৈরি কনটেন্ট চিহ্নিতকরণে নতুন নিয়ম চালু করেছে ইউটিউব।
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্মিত কনটেন্টের পরিমাণ বাড়ছে। এআই নির্মিত ছবি, অডিও বা ভিডিও চিহ্নিত করা বেশ কঠিন হয়ে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে এআই দিয়ে তৈরি কনটেন্ট চিহ্নিতকরণে নতুন নিয়ম চালু করেছে ইউটিউব। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সাম্প্রতিক সময়ে এআই নির্মিত কনটেন্ট বেশি আপলোড হচ্ছে ইউটিউবে। এ ধরনের ভিডিও চিহ্নিত করতে এবং প্ল্যাটফর্মের স্বচ্ছতা বাড়াতে এআইয়ের মাধ্যমে তৈরি কোনো ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম এনেছে ইউটিউব। এর ফলে এআইয়ের মাধ্যমে তৈরি কনটেন্ট এবং অরিজিনাল ভিডিও দর্শক সহজে আলাদা করতে পারবে।
ইউটিউবের নতুন নিয়মে এখন থেকে যদি কোনো ক্রিয়েটর ভিডিওতে কোনো ব্যক্তির ভয়েস ব্যবহারের ক্ষেত্রে এআইয়ের সাহায্য নেয় তাহলে তা আপলোডের সময় লেবেল দিয়ে চিহ্নিত করতে হবে। এছাড়া ভিডিওর কোনো ফুটেজ বা ক্লিপে এআই দিয়ে এডিট করা ছবি বা ফুটেজ যুক্ত করা হলে সেক্ষেত্রেও আপলোডের সময় এআই ট্যাগ ব্যবহার করতে হবে।
কনটেন্ট ক্রিয়েটরেরা যদি নিজে থেকে এআই কনটেন্ট ট্যাগ ব্যবহার না করে তবে ইউটিউব এআই ট্যাগ দিয়ে দেবে সেসব কনটেন্টে। ইউটিউব আরও জানায়, প্রাথমিক পর্যায়ে তারা ক্রিয়েটরদের কিছুটা সময় দেবে। তবে যদি ক্রিয়েটররা নতুন নিয়ম না মানে তখন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।