স্মার্টফোনের স্টোরেজ ফুল? খালি করতে যা করবেন
ঢাকা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ১২:০৯ এএম
স্মার্টফোনে অনেক সময় স্টোরেজ দ্রুত ফুল হয়ে যায়। ছবি: রয়টার্স
স্মার্টফোনে অনেক সময় স্টোরেজ দ্রুত ফুল হয়ে যায়। যার ফলে নতুন কোনো কিছু রাখতে গেলে দেখা দেয় বিপত্তি। আর স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে মাঝে মধ্যেই ফোন ধীরগতি বা হ্যাং হয়ে যায়।
ফোনের জায়গা খালি করে এ সমস্যার সমাধান করা সম্ভব। ফোনে থাকা গুরুত্বপূর্ণ অ্যাপ, তথ্য, ছবি, অডিও-ভিডিও ফাইল মুছে না ফেলে দ্রুত জায়গা খালি করার পদ্ধতি দেখে নেওয়া যাক।
ক্যাশ ক্লিয়ার করা
আপনি যত বেশি অ্যাপ ব্যবহার করেন, তত বেশি স্টোর হতে থাকে তার তথ্য। টেমপোরারি ফাইলসের মাধ্যমে এই তথ্য স্টোর করে অ্যাপগুলো। আর অ্যান্ড্রয়েড ফোনের এই টেমপোরারি ফাইলসকেই ক্যাশ বলে। আপনি যখন কোনো অ্যাপ দ্বিতীয়বার ব্যবহার করবেন, আপনার আগের অভিজ্ঞতার ভিত্তিতে ইউজার তথ্য জোগাড় করবে অ্যাপটি। আর সেই তথ্য মিলবে ক্যাশে ফাইলস থেকেই। এই ক্যাশ ক্লিয়ার করলে ফোনের স্পেস সাময়িক সময়ের জন্য বাড়ে। একজন ব্যবহারকারী ফোনের সেটিংসে গিয়ে স্টোরেজ ম্যানেজমেন্ট থেকে চাইলে ক্যাশ ক্লিয়ার করতে পারবেন।
অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন
ডিভাইস স্টোরেজ বৃদ্ধি করতে ডিভাইসে উপস্থিত অব্যবহৃত বা অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করুন।
ক্লাউডে ফটো এবং ভিডিওগুলো স্থানান্তরিত করুন
মিডিয়া ফাইল, বিশেষ করে ফটো এবং ভিডিও, প্রায়ই ডিভাইসের স্টোরেজের একটি বড় অংশ দখল করে থাকে। তাই সেগুলো ডিভাইসে সংরক্ষণ করার পরিবর্তে, মিডিয়া ব্যাক আপ করতে গুগল ফটো বা আইক্লাউডের মতো ক্লাউড পরিষেবাগুলো ব্যবহার করার কথা বিবেচনা করুন৷
ডাউনলোড এবং ফাইল পরিচালনা করুন
নিয়মিত ডাউনলোড ফোল্ডার এবং ফাইল ম্যানেজার দেখুন। তারপর এর মধ্যে স্থিত অপ্রয়োজনীয় ডকুমেন্ট, পিডিএফ, এবং ডাউনলোডের মতো ফাইলগুলো শনাক্ত করে ডিলিট করুন।
অ্যাপ সেটিংস অপ্টিমাইজ করুন
কিছু অ্যাপ্লিকেশান ডিভাইসে কতটা ডেটা সঞ্চয় করে তা ব্যবহারকারীকে নিয়ন্ত্রণ করতে দেয়। তাই এই অ্যাপগুলোর সেটিংসে যান এবং অফলাইন কনটেন্ট, ডাউনলোডের পরিমাণ বা ক্যাশের সাইজের মতো অপশনগুলো পরীক্ষা করুন। আর এই পদক্ষেপ একটি অ্যাপের ব্যবহার করা স্টোরেজের পরিমাণ কমাতে সাহায্য করবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া