Logo
Logo
×

তথ্যপ্রযুক্তি

অ্যাপস্টোরে মনোপলি, মার্কিন সিনেটের কাঠগড়ায় গুগল–অ্যাপল

Icon

ঢাকা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ১২:০২ এএম

অ্যাপস্টোরে মনোপলি, মার্কিন সিনেটের কাঠগড়ায় গুগল–অ্যাপল

বিশ্বের দুই টেকজায়ান্ট অ্যাপল ও গুগলের বিরুদ্ধে অ্যাপের বাজার একচেটিয়াকরণের অভিযোগ উঠেছে। ছবি: রয়টার্স

মার্কিন সিনেটে আরও একবারের মতো ডাক পড়লো টেকজায়ান্টদের। এবার রীতিমতো কাঠগড়ায় তোলা হলো টেকজায়ান্ট গুগল ও অ্যাপলকে। প্রতিযোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মার্কিন সিনেটের সিনেট জুডিশিয়ারি কমিটির অ্যান্টিট্রাস্ট প্যানেলে বৃহস্পতিবার ডাক পড়ে এ দুই বড় প্রতিষ্ঠানের।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, অ্যাপল ও গুগলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী অবস্থান নেওয়া ও নিজেদের অ্যাপস্টোরে মনোপলি বা একাধিপত্য চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছে টাইল, স্পটিফাই, ম্যাচের মতো প্রযুক্তি প্রতিষ্ঠান।

উভয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ গুরুতর—তারা নিজেদের অ্যাপস্টোরে অভিযোগকারী প্রতিষ্ঠানগুলোর অ্যাপ রাখার ক্ষেত্রে অত্যধিক ফি নেয়। শুধু তাই নয়, অন্য প্রতিষ্ঠানের নতুন নতুন আইডিয়াও তারা চুরি করছে বলে অভিযোগ।

প্রসঙ্গত, অ্যাপল ও গুগল উভয়ই তাদের অ্যাপস্টোরে ইন–অ্যাপ ফি হিসেবে ৩০ শতাংশ পর্যন্ত চার্জ করে। তবে এই ফি–এর বিষয়ে প্রতিষ্ঠান দুটি বলছে নিরাপত্তার কথা। তাদের ভাষ্য—ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ফি তাদের নিতে হচ্ছে।

এ প্রসঙ্গে সিনেটর অ্যামি ক্লোবুচার বিবিসিকে বলেন, ‘অ্যাপলের অ্যাপস্টোর আক্ষরিক অর্থেই মনোপলি। উভয় কোম্পানিই নিজেদের তৈরি অ্যাপ বা পণ্যের সাথে প্রতিযোগিতা করতে সক্ষম এমন পণ্য বা অ্যাপকে হয় বাদ দেয়, নয়তো সেগুলোর প্রচার কমিয়ে দেয়। শুধু তাই নয়, নিজেদের প্ল্যাটফর্মে অন্য কোম্পানির অ্যাপ রাখার ক্ষেত্রে তারা অত্যধিক ফি নেয়, যা প্রতিযোগিতার নীতিকে খর্ব করে।’

গোটা বিশ্বে স্মার্টফোনের জন্য বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে ব্যবহারকারীরা সবচেয়ে বেশি নির্ভর করে গুগল ও অ্যাপলের অ্যাপস্টোরের ওপর। এ ক্ষেত্রে তেমন কোনো উল্লেখযোগ্য প্রতিযোগী না থাকায় এ দুই কোম্পানি তাদের প্ল্যাটফর্মে অ্যাপ নিবন্ধনের ক্ষেত্রে অত্যধিক ফি নেয়।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন