Logo
Logo
×

তথ্যপ্রযুক্তি

চাঁদের মাটি থেকেই মিলবে পর্যাপ্ত পানি, জানাল চীনের বিজ্ঞানীরা

Icon

ঢাকা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০২:২৯ এএম

চাঁদের মাটি থেকেই মিলবে পর্যাপ্ত পানি, জানাল চীনের বিজ্ঞানীরা

ছবি: রয়টার্স

পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ পানি- সেতো আমরা সকলেই জানি। চাঁদের মাটিতেও মিলেছে পানির অস্তিত্ব, তাই চাঁদেও বজায় থাকবে মানুষের কর্তৃত্ব। 

এই প্রেক্ষাপটে এবার চীনের বিজ্ঞানীরা জানালেন চাঁদের মাটি থেকে পানি উত্তোলনের এক যুগান্তকারী উপায়। ফলে এখন পর্যাপ্ত পানি চাঁদের মাটি থেকেই আহরণ করা সম্ভব। আর এটা সম্ভব হলে চাঁদের মাটিতে ভবিষ্যৎ অভিযানগুলোতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। 

‘চ্যাং’ই ৫’ নামক চন্দ্রাভিজানে এসেছে চীনের বিজ্ঞানীদের সাম্প্রতিক এই সাফল্য। রোভারের মাধ্যমে চাঁদের মাটি থেকে নিয়ে আসা নমুনা (মাটি ও পাথর) দীর্ঘদিন পরীক্ষানিরীক্ষার পর বিজ্ঞানীরা এমন এক উদ্ভাবনী প্রক্রিয়া বের করতে পেরেছেন যার মাধ্যমে ১ টন চাঁদের মাটি থেকে ৭৬ কিলোগ্রাম পর্যন্ত পানি আহরণ করা সম্ভব।  

চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেস এর অধীনে নিংবো ইন্সটিটিউট অব ম্যাটেরিয়ালস টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং-এর একদল গবেষক এই গবেষণা কর্মটি পরিচালনা করেন। গত বৃহস্পতিবার গবেষণা কর্মটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পিয়ার-রিভিউড অ্যাকাডেমিক জার্নাল ‘ইনোভেশনস’-এ প্রকাশিত হয়। 

চীন আগেই ঘোষণা দিয়েছে যে, ২০৩০ সালের মধ্যে চাঁদের মাটিতে মানুষ পাঠিয়ে তারা একটি বৈজ্ঞানিক অনুসন্ধান চালাতে চায়। মানুষের মাধ্যমে চালানো এই চন্দ্রাভিযানে বেশ কিছু প্রযুক্তিগত পরীক্ষানিরীক্ষাও চালানোর পরিকল্পনা চীনের। 

তথ্যসূত্র: সিজিটিএন

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন