Logo
Logo
×

তথ্যপ্রযুক্তি

নতুন বছরে এক্সে পরিবর্তন আসছে, জানুন কী কী পরিবর্তন হবে

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০১:০৫ পিএম

নতুন বছরে এক্সে পরিবর্তন আসছে, জানুন কী কী পরিবর্তন হবে

ইলন মাস্ক ধীরে ধীরে জনপ্রিয় অ্যাপগুলোর বিভিন্ন সুবিধা এক্সে একত্রিত করছেন। এবার তিনি 'পেমেন্ট' সুবিধাসহ আরও অনেক নতুন ফিচার যুক্ত করেছেন।

এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো এক এক্স পোস্টে জানিয়েছেন যে ২০২৪ সালে এক্স বিশ্বকে বদলে দিয়েছে এবং ২০২৫ সালে এক্স টিভি, এক্স মানি, গ্রকসহ আরও অনেক কিছু এক্সে যুক্ত হবে। তবে এসব নতুন ফিচার সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি লিন্ডা।

বিশ্লেষকদের মতে, 'এক্স মানি' সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা এক্স থেকেই বিভিন্ন পণ্য ও সেবার মূল্য পরিশোধ ও অর্থ আদান-প্রদান করতে পারবেন। 'এক্স টিভি' অ্যাপের মাধ্যমে ইউটিউবের মতো ভিডিও স্ট্রিমিং সুবিধা পাওয়া যাবে। এতে ব্যবহারকারীরা টেলিভিশনের বড় পর্দায় অন্যান্য ব্যবহারকারীদের ভিডিও দেখতে পারবেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধার 'গ্রক' চ্যাটবট ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে। এক্সে গ্রক চ্যাটবট যুক্ত হলে ব্যবহারকারীরা অনলাইন থেকে বিভিন্ন তথ্য সহজে জানতে পারবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন