সাইবার নিরাপত্তা
ডেটিং অ্যাপে প্রতারণা থেকে নিরাপদ থাকবেন যেভাবে
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:০২ এএম
সারা বিশ্বেই এখন ডেটিং অ্যাপ জনপ্রিয়। এসব অ্যাপের মাধ্যমে নিজেদের ভালোবাসার মানুষ বা জীবনসঙ্গীও খুঁজে পেয়েছেন অনেকে। জনপ্রিয়তা পেলেও ডেটিং অ্যাপে প্রতারণার ঘটনা দিন দিন বেড়েই চলেছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জানান, প্রতারকেরা প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে থাকে। এরপর তারা ডেটিং অ্যাপে ভুয়া প্রোফাইল তৈরি করে সেই ব্যক্তির সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। প্রোফাইলকে বিশ্বাসযোগ্য করতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তাও নিয়ে থাকে তারা। এ কৌশলকে ক্যাটফিশিং বলা হয়। এরপর বিভিন্ন কৌশলে আর্থিক প্রতারণা করা হচ্ছে। এমনকি উপহার পাঠানোর কথা বলেও কৌশলে প্রতারণা করছে তারা।
ডেটিং অ্যাপে হওয়া প্রতারণা থেকে নিজেকে নিরাপদ রাখতে বিভিন্ন পরামর্শও দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ডেটিং অ্যাপে কেউ টাকা চাইলে তাৎক্ষণিকভাবে সতর্ক হতে হবে। কেউ সরাসরি দেখা করার প্রসঙ্গ এড়িয়ে গেলেও সতর্ক হতে হবে। ডেটিং অ্যাপে থাকা অপরিচিত ব্যক্তিদের ছবি যাচাই করতে গুগলের রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করা যেতে পারে। অনলাইনে পরিচয় হওয়া ব্যক্তির সঙ্গে সরাসরি দেখা করার সময় অবশ্যই পরিচিত স্থান নির্বাচন করতে হবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস