চ্যাম্পিয়নস ট্রফি। ছবি : সংগৃহীত
একাধিক দেশ ঘুরে আজ ঢাকায় আসার কথা রয়েছে টুর্নামেন্টটির ট্রফি। বিসিবি জানিয়েছে, দুপুর নাগাদ ঢাকায় আসবে শিরোপা। ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফির প্রদর্শনী হবে। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হবে। সেখানেই জনসাধারণ দেখতে পারবেন এই ট্রফি।
আইসিসি যখন চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক নির্ধারণ করেছিল, তখন থেকেই আলোচনা, ‘পাকিস্তানে খেলতে যাবে তো ভারত?’ সেই প্রশ্ন এখন দৈর্ঘ্যে-প্রস্থে বেড়ে শঙ্কায় রূপ নিয়েছে, ‘পাকিস্তানে বসবে তো আসর!’ আট জাতির টুর্নামেন্টটি এককভাবে আয়োজন করতে চায় পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানে বাগড়া দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। পাকিস্তানে খেলোয়াড় পাঠাবে না বলে গো ধরে বসেছে ভারত। আনুষ্ঠানিক কোনো সমাধান এখনও আসেনি। তার মাঝেই আজ ঢাকায় আসছে আসরটির ট্রফি।
চ্যাম্পিয়নস ট্রফিকে আরও আকর্ষণীয় করে তুলতে ‘ট্রফির ভ্রমণের’ এমন উদ্যোগ নিয়েছে আইসিসি। এতে সহযোগিতা করছে দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড। আইসিসি জানিয়েছে কবে, কোথায়, কখন চ্যাম্পিয়নস ট্রফি ভ্রমণ করবে।
পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদ থেকেই শুরু হয়েছে ট্রফির যাত্রা। ১৭ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন শহরে ঘুরেছে চ্যাম্পিয়নস ট্রফি। এরপর বাকি সাত দেশের বিভিন্ন শহর ঘুরে আবার পাকিস্তানে ফিরবে ট্রফি। সূচি অনুযায়ী আজ দুপুরে ঢাকায় নামবে তিন কেজি ওজনের চ্যাম্পিয়নস ট্রফি।