Logo
Logo
×

খেলা

কিংস্টন টেস্ট

১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জয় বাংলাদেশের

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ এএম

১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জয় বাংলাদেশের

বাংলাদেশের খেলোয়াড়দের উইকেট উদযাপন। ছবি : ক্রিকইনফো

ব্যাটাররা ২৮৬ রানের লড়াকু পুঁজি দাঁড় করে বইয়ে দিয়েছিলেন জয়ের সুবাস। শেষে বাকি আনুষ্ঠানিকতা শেষ করেন বোলাররা। তাতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৮৫ রানে। সুবাদে বাংলাদেশ কিংস্টন টেস্টে জয় ছিনিয়ে নেয় ১০১ রানের বড় ব্যবধানে। লড়াইয়ে ইতি টানেন নাহিদ রানা। ইয়র্কারে ভেঙে দেন শামার জোসেফের স্টাম্প।  বাংলাদেশ পেয়ে যায় জয়ের দেখা। 

এ জয়ে দুই টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ করল কাপ্তান মেহেদী হাসান মিরাজের দল। সেই সঙ্গে জয় দিয়েই ২০২৪ সালের টেস্ট সিরিজ শেষ করল লাল-সবুজের প্রতিনিধিরা।

এ নিয়ে চলতি বছর শেষ টেস্ট খেলে ফেলল বাংলাদেশ। সাদা পোশাকে জয় দিয়ে বছর শেষ করল টাইগাররা। নিজেদের পুরোনো এক কীর্তিও স্পর্শ করল দেশের ছেলেরা। ২০১৪, ২০১৮ ও ২০২৩ সালের পর ফের এক বছরে চারটি টেস্ট জিতল জামাল ছেলেরা। এ বছর প্রথম জয় এসেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। মাঝে পাকিস্তানের মাটিতে আসে দুটি জয়। 

কিংস্টনের এ জয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হলো অবশেষে। ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে ধরাশায়ী করল বাংলাদেশ। এ ছাড়া হোম-অ্যাওয়ে মিলিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জয়ের হাসি হাসল ৬ বছর পর। 

প্রথম ইনিংসে মিরাজ ব্রিগেড মাত্র ১৬৪ রানে গুটিয়ে গিয়েছিল। বোলিংয়ে ত্রাতা হয়ে আবির্ভূত হন তরুণ পেসার নাহিদ রানা। তার পেস তোপে  ১৪৬ রানে থেমে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। নাহিদ পেয়ে যান বহুল কাঙ্ক্ষিত ফাইফারের দেখা। তৃতীয় দিনশেষে ৫ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করা বাংলাদেশ লিড বাড়িয়ে ২৮৬ রানে নিয়ে যান হাফসেঞ্চুরিয়ান জাকের আলি অনিক। দ্বিতীয় ইনিংসে ২৬৮ রানে থামে বাংলাদেশ। ৯১ রানের দারুণ ইনিংস খেলে এতে বড় অবদান রেখে মাঠ থেকে বিদায় নেন জাকের।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ১৬৪ ও ২৬৮ (জাকের ৯১, সাদমান ৪৬, মিরাজ ৪২, শাহাদাত ২৮; রোচ ৩/৩৬, আলজারি ৩/৭৭)। 

ওয়েস্ট ইন্ডিজ: ১৪৬ ও ১৮৫ (হজ ৫৫, ব্রাফেট ৪৩; তাইজুল ৫/৫০, হাসান ২/২০, তাসকিন ২/৪৫)। 

ফল : বাংলাদেশ ১০১ রানে জয়ী।

সিরিজ : দুই ম্যাচ সিরিজ ১-১ সমতা। 

ম্যাচসেরা : তাইজুল ইসলাম। 

সিরিজসেরা : তাসকিন আহমেদ ও জেডন সিলস।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন