Logo
Logo
×

খেলা

বাংলাদেশের ২১১ রানের লিড, চাপে ওয়েস্ট ইন্ডিজ

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ পিএম

বাংলাদেশের ২১১ রানের লিড, চাপে ওয়েস্ট ইন্ডিজ

প্রতিআক্রমণের ক্রিকেটে বাংলাদেশের দারুণ এক দিন

কিংস্টন টেস্টে আজ তৃতীয় দিনটা দারুণ কাটল বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজকে তাদের প্রথম ইনিংসে ১৪৬ রানে অলআউট করে প্রথম ইনিংসেই ১৮ রানের লিড পেয়েছিল মেহেদী হাসান মিরাজের দল। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় সেশনে মিরাজ ও সাদমান ইসলামের আক্রমণাত্বক ব্যাটিংয়ে সেই লিড বেড়ে দাঁড়ায় ১২৮।

তৃতীয় সেশনে ২১.৪ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে লিডে আরও ৮৩ রান যোগ করেছে বাংলাদেশ। এর আগে দ্বিতীয় সেশনে ২০ ওভারে পড়েছে ২ উইকেট, রান উঠেছে ১১০।

সব মিলিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪১.৪ ওভারে ৫ উইকেটে ১৯৩ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। বাংলাদেশের লিড ২১১ রানের। ২৯ রানে ক্রিজে অপরাজিত জাকের আলী। ৯ রানে অন্য প্রান্ত আগলে রেখেছেন তাইজুল ইসলাম। ষষ্ঠ উইকেটে দুজনে ৪৭ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মাঠ ছাড়েন। অসুস্থতার জন্য মুমিনুল হক আজ ব্যাটিংয়ে নামেননি। প্যাড পরে ড্রেসিংরুমে বসে থাকতে দেখা গেছে মুমিনুলকে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৬৪ ও ১৯৩/৫ (সাদমান ৪৬, মিরাজ ৪২, শাহাদাত ২৮, লিটন ২৫, জাকের ২৯*, তাইজুল ৯*; শামার ২/৭০, আলজারি ১/৩৯, সিলস ১/৪৩, গ্রিভস ১/২০)।

ওয়েস্ট ইন্ডিজ: ১৪৬ (কার্টি ৪০, ব্রাফেট ৩৯, লুই ১২, রোচ ৮; রানা ৫/৬১, হাসান ২/১৯, তাসকিন ১/২০, তাইজুল ১/২৪, মিরাজ ১/১৫)।---তৃতীয় দিন শেষে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন