Logo
Logo
×

খেলা

ম্যানচেস্টার সিটি হারল টানা ৫ ম্যাচ

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১২:৫২ পিএম

ম্যানচেস্টার সিটি হারল টানা ৫ ম্যাচ

টানা চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা সব প্রতিযোগিতা মিলিয়ে হারল টানা পঞ্চম ম্যাচ।

ম্যানচেস্টার সিটি ০: ৪ টটেনহাম

আবারও হেরেছে ম্যানচেস্টার সিটি। টানা চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা সব প্রতিযোগিতা মিলিয়ে হারল টানা পঞ্চম ম্যাচ। শনিবার তাদের সর্বশেষ হারটি উপহার দিয়েছে টটেনহাম। একটি–দুটি নয়, সিটির মাঠে সিটিকে ৪–০ গোলে হারিয়েছে টটেনহাম। ২০০৬ সালের এই প্রথম টানা পাঁচ ম্যাচ হারল সিটি।

সিটির দুঃখের রাতে টটেনহামের জয়ে সবচেয়ে বড় অবদান জেমস ম্যাডিসনের। জোড়া গোল করেছেন ইংলিশ মিডফিল্ডার। ১৩ ও ২০ মিনিটে ম্যাডিসনের ২ গোলের পর ৫২ মিনিটে পেদ্রো পোরোর ও যোগ করা সময়ে ব্রেনান জনসনের গোল ৪–০ গোলের জয় এনে দেয় টটেনহামকে।  ২০০৩ সালে আর্সেনালের কাছে ৫–১ গোলের হারের পর সিটির ঘরের মাঠে এটিই সবচেয়ে বড় হার।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন