Logo
Logo
×

খেলা

উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১২:৩৩ পিএম

উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ছবি: সংগৃহীত

ফুটবল জমিয়ে তুলতে প্রীতি ম্যাচের পরিবর্তে নেশনস লিগের আয়োজন শুরু করে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এবার চলছে টুর্নামেন্টটির চতুর্থ আসর। এরই মধ্যে প্রথম পর্ব শেষ করে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন, জার্মানি, ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়া।

গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হয়ে শেষ আট নিশ্চিত করেছিল ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও জার্মানি। আর রানার্স আপ হওয়া বাকি চার দল হলো ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়া। গতকাল সুইজারল্যান্ডে উয়েফার সদর দপ্তরে হয়ে গেল ড্র। যেখানে গ্রুপ চ্যাম্পিয়ন কোনো একটি দল মুখোমুখি হবে অন্য গ্রুপের রানার্স আপ দলের। 

ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল লড়বে ডেনমার্কের বিপক্ষে। স্পেনের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। ফ্রান্সের বিপক্ষে লড়াইয়ে নামবে ক্রোয়েশিয়া। আর সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও ইতালি মুখোমুখি হবে নেশনস লিগের শেষ কোয়ার্টার ফাইনালে। প্রথম সেমিফাইনালে স্পেন অথবা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ফ্রান্স অথবা ক্রোয়েশিয়া। আর পর্তুগাল অথবা ডেনমার্ক প্রতিপক্ষ হিসেবে পাবে জার্মানি অথবা ইতালিকে।

দুই লেগে হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো। প্রথম লেগে আগামী ২০ মার্চ মুখোমুখি হবে দলগুলো। ফিরতি লেগে ম্যাচগুলো হবে ২৩ মার্চ। সেমিফাইনালের ম্যাচ দু’টি হবে ৪ ও ৫ জুন। ৮ জুন হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল।

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

স্পেন–নেদারল্যান্ডস

ফ্রান্স–ক্রোয়েশিয়া

পর্তুগাল–ডেনমার্ক

জার্মানি–ইতালি

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন