ক্রিস্টিয়ানো রোনালদো।
বাইসাইকেল কিক দেখতে সুন্দর। তবে কাজটা খুব কঠিন। বলের গতিবিধি বুঝে শূন্যে লাফ দিতে হয়। শূন্যে থাকতেই কিকটাও নিতে হয় ঠিকমতো এবং নিশানাও যথাসম্ভব নিখুঁত রাখতে হয় লাফ দেওয়ার সময়ই। ৪০ বছর বয়সে এসেও এই কাজটি দারুণভাবে করেন ক্রিস্টিয়ানো রোনালদো। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিভিন্ন সময়ে নেয়া রোনালদোর বাইসাইকেল কিক।