Logo
Logo
×

খেলা

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১১:৪৮ এএম

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

গতকাল সোমবার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে আফগানদের কাছে ৫ উইকেটে হেরেছে টাইগাররা৷ এই হারে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে অবনমন হয়েছে লাল-সবুজের জার্সিধারীদের। আইসিসি হালনাগাদকৃত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ দল এখন নেমে গেছে ৯ নম্বরে। আর সিরিজ জিতে আফগানরা উঠে গেছে ৮ নম্বরে। দুই দলেরই পয়েন্ট এখন ৮৫। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় টাইগারদের টপকে গেছে আফগানরা। 

সংযুক্ত আরব আমিরাতে ৮৬ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজটি শুরু করেছিল বাংলাদেশ, দুই ম্যাচ হেরে তারা হারিয়েছে এক পয়েন্ট। ৮৪ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা আফগানরা দুই জয়ে পেয়েছে এক পয়েন্ট। বাংলাদেশের পরের সিরিজ র‌্যাঙ্কিংয়ের দশে থাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, আফগানদের পরের সিরিজ ১৩ নম্বরে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে।

১১৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আছে ভারত, ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মাত্রই অস্ট্রেলিয়ার মাঠে ২২ বছর পর ওয়ানডে সিরিজ জয় করা পাকিস্তান তিনে আছে ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে। ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার অবস্থান চারে। ১০১ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে নিউজিল্যান্ড। ৯৬ ও ৯২ রেটিং পয়েন্ট নিয়ে যথাক্রমে ছয় ও সাতে আছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। 

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন