হ্যাটট্রিক করেছেন ভিনিসিয়ুস জুনিয়রে। গোল উদযাপন তার। ছবি : ইন্টারনেট
এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে বিধ্বস্ত, ভিনিসিয়ুস জুনিয়রের ব্যালন ডি’অর হাতছাড়া, চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের হার। সব মিলিয়ে খারাপ সময়ের বৃত্তে যেন আটকে পড়েছিল রিয়াল মাদ্রিদ। কোচ কার্লো আনচেলত্তি পড়ে গেছেন চাকরি খোয়ানোর শঙ্কায়।
অবশেষে খারাপ সময়টা ঝেঁটিয়ে বিদায় করে জয়ের দেখা পেয়েছে সান্টিয়াগো বার্নাব্যু শিবির। লা লিগায় ভিনিসিয়ুসের দারুণ হ্যাটট্রিকে শনিবার রাতে নিজেদের মাঠে ওসাসুনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল।
মাঠের পারফরম্যান্সে স্পষ্ট মাত্র ৪১ পয়েন্টের ব্যবধানে রদ্রির কাছে ব্যালন ডি’অর হারানোর কষ্টটা ভুলে গেছেন ভিনি। সেই ক্ষতে প্রলেপ দিয়ে আজ ওসাসুনার বিপক্ষে উপহার দিলেন চমৎকার এক হ্যাটট্রিক। ভিনির হ্যাটট্রিকের সঙ্গে এ ম্যাচে ১৭৯ দিন পর গোলের বন্ধ্যাত্ব কাটালেন জুড বেলিংহামও।
প্রতিপক্ষ ওসাসুনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমিয়েছে রিয়াল। দুইয়ে থাকা রিয়ালের সংগ্রহ ১২ ম্যাচে ২৭ পয়েন্ট। সমান ম্যাচে বার্সার পুঁজি ৩৩ পয়েন্ট।
কিন্তু ইনজুরির তৃতীয় ধাক্কা খেয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে কার্লো আনচেলত্তির দল। লুকাস ভাসকেস ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন প্রথমার্ধের শেষ সময়ে। দ্বিতীয়ার্ধে লুকা মডরিচ তার বদলি হয়ে নামেন। ম্যাচের ৬১ মিনিটে ব্যবধান ৩-০ করে রিয়াল। গোলরক্ষক আন্দ্রে লুনিনের পাস ধরে গোল করেন ভিনি।
ম্যাচের ৬৯ মিনিটে লুইস দিয়াজের সহায়তায় মৌসুমের দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পান অল্পের জন্য ব্যালন ডি’অর মিস করা ভিনি। দলের এমন বড় জয়েও গোল পাননি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। গোলে সহায়তাও দিতে পারেননি তিনি। টানা চার ম্যাচে গোল শূন্য থাকলেন ফ্রান্সম্যান। মৌসুমে ১৫ ম্যাচে ৮ গোল করেছেন তিনি। অন্য দিকে ভিনি মৌসুমে করেছেন ১২ গোল, ১৭ গোলে অবদান তার।