Logo
Logo
×

খেলা

ম্যানচেস্টার সিটির প্রতি সরাসরি ক্ষোভ প্রকাশ ক্যানসেলোর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০১:১৯ এএম

ম্যানচেস্টার সিটির প্রতি সরাসরি ক্ষোভ প্রকাশ ক্যানসেলোর

চলতি মৌসুমে বার্সেলোনার ডিফেন্ডারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন জোয়াও কানসেলো

চলতি মৌসুমে বার্সেলোনার ডিফেন্ডারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন জোয়াও কানসেলো। মৌসুমজুড়ে বার্সেলোনার প্রতিনিধিত্ব করে এলেও রক্ষণে খেলা এই পর্তুগিজ আদতে এই ক্লাবের খেলোয়াড় নন। বার্সেলোনায় খেলছেন ধারে। কানসেলোকে ধারে পাঠিয়েছে ম্যানচেস্টার সিটি।

এবার ম্যানচেস্টার সিটির প্রতি সরাসরি ক্ষোভ প্রকাশ করলেন ক্যানসেলো। সিটি ছেড়ে যাওয়া নিয়ে এই ডিফেন্ডার বলেন, সিটিতে থাকার সময়ে অনেকে আমাকে নিয়ে বাজে গল্প ছড়িয়েছে। আমি কখনোই সতীর্থ হিসেবে খারাপ ছিলাম না। কিছু জিনিস কখনোই ভুলবার নয়। আমার মনে আছে, একবার আমার বাসায় ডাকাতি হয়েছে। সেই কঠিন পরিস্থিতিতে আমার স্ত্রী ও সন্তানকে  রেখে আমি পরদিন আর্সেনালের বিপক্ষে সিটির হয়ে এমিরেটসে খেলতে নেমেছিলাম। অথচ এসব নিয়ে তাদের মাঝে কোনো কৃতজ্ঞতাবোধ ছিলোনা। 

গার্দিওলার বিষয়েও ক্যানসেলো বলেন, সে (গার্দিওলা) তার মতামত দিতেই পারে। তবে আমি বলবো, আমি ওখানে হীনমন্যতায় কখনোই ভুগিনি। আমার মনে হয়েছে, সিটিতে আমি যতই ছিলাম ততোদিন আমি তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম। কিন্তু তাদের কাছ থেকে আমি সেই কৃতজ্ঞতাবোধ আমি পাইনি। যদি পেতাম, আর জাই হোক এসব কথা শুনতে হতোনা। 

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন