Logo
Logo
×

খেলা

বার্নাব্যুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৫:৫৫ পিএম

বার্নাব্যুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো

ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার ম্যাচকে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বলা হয়। মঞ্চ সেটা যেখানেই হোক না কেন, ক্লাব ফুটবলে এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে বাড়তি উত্তেজনা কাজ করে থাকে।

তাই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের লড়াইটি এল ক্লাসিকো নামে পরিচিত। ২০২৪-২৫ মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মাঠে নামবে দুই দল। ম্যাচটা হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এই ম্যাচই নির্ধারণ করে দিতে পারে লা লিগা শিরোপার সম্ভাব্য গতিপথও। লা লিগায় ১০ ম্যাচে ৯ জয়ে লিগের শীর্ষে এখন কাতালানরা। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৪-১ গোলের অসাধারণ জয়ের তরতাজা আত্মবিশ্বাস সঙ্গী করেও মাঠে নামবেন বার্সা। অপরদিকে রিয়াল এখনো কোনো ম্যাচ হারেনি ঘরোয়া লিগে। বার্নাব্যুতেই চার দিন আগে চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া ডর্টমুন্ডকে ৫-২ ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।

তবে সাম্প্রতিক সময়ে এল ক্লাসিকোর দ্বৈরথের গল্পটা যদিও বড্ড একেপেশে। সর্বশেষ চারটি এল ক্লাসিকোতে জয়ের হাসি রিয়ালেরই। ১৯২৯ সাল থেকে শুরু হওয়া লা লিগায় এখন পর্যন্ত দু’দল মুখোমুখি হয়েছে ১৮৮ ম্যাচে। যেখানে জয়ের পাল্লাটা ভারী রিয়ালের। ৭৯ ম্যাচই জিতেছে লস ব্লাঙ্কোরা, বিপরীতে বার্সেলোনা জিতেছে ৭৪টিতে। ড্র হয়েছে ৩৫ ম্যাচ।

এদিকে রিয়াল মাদ্রিদ লা লিগায় টানা ৪২ ম্যাচ ধরে অপরাজিত। আর একটা ম্যাচ জিতলেই কার্লো আনচেলত্তির দল ছুঁয়ে ফেলবে লা লিগায় বার্সেলোনার সর্বোচ্চ টানা ৪৩ জয়কে। হান্সি ফ্লিকের দলের সামনে অবশ্য সুযোগ আছে তাদের রেকর্ড অক্ষত রাখার। রিয়ালকে হারিয়ে দিলেই রেকর্ডটা থাকবে তাদের দখলে।  

একনজরে দেখে নেওয়া যাক কী বলছে এল ক্লাসিকো পরিসংখ্যান :

এল ক্লাসিকোর বয়স ১২২ বছর। ১৯০২ সাল থেকে শুরু হওয়া এই দ্বৈরথে এ পর্যন্ত ২৫৭টি এল ক্লাসিকো আয়োজন করা হয়েছে। যেখানে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের ১০৫ জয়ের বিপরীতে বার্সার জয় ১০০ ম্যাচে। বাকি ৫২ ম্যাচ ড্র হয়েছে। ঘরের মাঠে জেতায়ও এগিয়ে রিয়াল। তাদের ৬৬ জয়, আর বার্সার ৬৩। 

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন