মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হেরে গিয়েছিল পাকিস্তান। এতে আরেকটি সিরিজ হারের মুখে পড়েছিল স্বাগতিকরা।
তবে স্পিনবান্ধব উইকেট বানিয়ে ইংলিশদের পরের দুই টেস্টে হারিয়ে ঘরের মাঠে ৩ বছর পর টেস্ট সিরিজ জিতল শান মাসুদের দল। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে ৯ বছর পর টেস্ট সিরিজ জিতল ম্যান ইন গ্রিনরা।
রাওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ২৭৬ রানের জবাবে পাকিস্তান করে ৩৪৪ রান। ৭৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১২ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। ৩৬ রানের সহজ লক্ষ্য শান মাসুদের দল ৯ উইকেট হাতে রেখে পেরিয়ে যায়। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সৌদ শাকিল ম্যাচ সেরা ও সিরিজ সেরা হয়েছেন অফস্পিনার সাজিদ খান।