Logo
Logo
×

খেলা

৫ উইকেট তুলে নিয়ে হাসানই ‘রাজা!’

Icon

ঢাকা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২২ এএম

৫ উইকেট তুলে নিয়ে হাসানই ‘রাজা!’

হাসান আজ ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। ছবি: পিসিবি

আর ১৪৩ রান দূরে দাঁড়িয়ে ইতিহাস! পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্টে হারানোর কৃতিত্ব তো আগের টেস্টেই গড়েছে বাংলাদেশ, রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে আগামীকাল আর এই ১৪৩ রান করতে পারলেই বাংলাদেশ হোয়াইটওয়াশ করবে পাকিস্তানকে। তা-ও পাকিস্তানের মাটিতেই!
প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও বাংলাদেশকে জয়ের খুব কাছে নিয়ে আসার কৃতিত্ব পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বোলিংয়ের। হ্যাঁ, এই টেস্টে প্রথম ইনিংসে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদদের ব্যাটিং বাংলাদেশকে পথে রেখেছে, তবে শেষ পর্যন্ত ম্যাচটাকে ফল দেখার – এবং সেখানে বাংলাদেশেরই সম্ভাবনা বাড়িয়ে তোলার – পরিস্থিতিতে নিয়ে আসার পেছনে কৃতিত্ব দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বোলিংয়ের।
আর বাংলাদেশের বোলিংয়ের কথা বলতে গেলে হাসান রাজার কথাই আগে আসবে। তাসকিন আহমেদ শুরু থেকেই নিয়ন্ত্রিত লাইন-লেংথে পথ দেখিয়েছেন, নাহিদ রানার গতি আর দারুণ লাইন-লেংথ নাভিশ্বাস তুলেছে পাকিস্তান ব্যাটসম্যানদের। তবে ৫ উইকেট তুলে নিয়ে হাসানই ‘রাজা!’ আগের দিন সেঞ্চুরি করে লিটন দাস রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন, আজ পাঁচ উইকেট নিয়ে নাম লিখিয়েছেন হাসান।
রেকর্ড বইও তাঁর কৃতিত্বের কথাই বলবে। তাঁর টেস্ট ক্যারিয়ারই এ নিয়ে গড়িয়েছে ৩ ম্যাচে, তাতে এই প্রথম টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট পেলেন হাসান। ৪৩ রানে তাঁর ৫ উইকেট পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের কোনো পেসারের সেরা বোলিংও বটে। তবে কৃতিত্বটা একা না নিয়ে সতীর্থদের মধ্যেই ভাগ করে দিয়েছেন হাসান।
দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা হাসান তাঁর বোলিং পরিকল্পনা নিয়ে প্রশ্নে দলীয় পরিকল্পনার কথাই বলেছেন, ‘আসলে আমার সতীর্থদের কৃতিত্ব দেওয়া উচিত, যারা প্রতিটি বলের পেছনে অনেক পরিশ্রম করে। আর পরিকল্পনা আসলে খুবই সরল ছিল। নতুন বল হাতে নিয়ে চেষ্টা করতে হয়েছে লাইন অনুযায়ী বল করে যাওয়া, যে রকমটা অধিনায়ক এবং দল চেয়েছে। আমরা চেষ্টা করেছি নিজেদের পরিকল্পনা অনুযায়ী বল করে উইকেট তুলে নিতে।’
শুধু হাসান নন, বাংলাদেশের পেস বোলিং ইউনিটই আজ ইতিহাস গড়েছে। টেস্টে এই প্রথম যে কোনো ইনিংসে প্রতিপক্ষের দশ উইকেটের সবগুলো গেল বাংলাদেশের পেসারদের দখলে। দিন শেষে নিজের চেয়ে পেস বোলিং ইউনিটে এই টেস্টে তাঁর দুই সহযোগী তাসকিন আর নাহিদের অবদানের কথাই বললেন হাসান, ‘যখনই কোনো পেসারকে বল দেওয়া হয়, তখন পরিকল্পনা থাকে উইকেট নেওয়ার মতো বল কীভাবে করা যায় সেটা। যত বল করতে পারব, তত সফল হতে পারব। তাসকিন ভাই শুরু করেছিল দিনের প্রথম উইকেট দিয়ে। এরপর রানা দুর্দান্ত বল করেছে। হয়তো মোমেন্টামটা আমাদের দিকে শিফট করেছে। এরপর আমাকে বল দেওয়া হলো। আমিও আমার প্রক্রিয়ার মধ্যে ছিলাম। এ জন্যই উইকেটগুলো নিতে পেরেছি।’

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন