Logo
Logo
×

খেলা

কস্তার হাতের জাদুতে পর্তুগাল কোয়ার্টার ফাইনালে

Icon

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০২:১৮ পিএম

কস্তার হাতের জাদুতে পর্তুগাল কোয়ার্টার ফাইনালে

টাইব্রেকারে কস্তা-ম্যাজিকের একাংশ। ছবি: উয়েফা

পর্তুগাল ০-০ স্লোভেনিয়া (নির্ধারিত ও অতিরিক্ত সময়)

পর্তুগাল ৩-০ স্লোভেনিয়া (টাইব্রেকার)

নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে গোলশূন্য ছিল দুই দল। টাইব্রেকারে কস্তার হাত দুটি এতই চওড়া হয়ে উঠেছিল যে স্লোভেনিয়া প্রথম তিনটি শটেই লক্ষ্যভেদ করতে পারেনি। পর্তুগালের হয়ে লক্ষ্যভেদ করেন রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ ও বের্নার্দো সিলভা। টাইব্রেকারে ৩-০ গোলের জয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবেন রোনালদোরা। শেষ ষোলোয় বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স।

টাইব্রেকারে স্লোভেনিয়ার জোসিপ ইলিচিচ, জুরে বালকোভেচ ও বেঞ্জামিন ভারবিচের শট ঠেকান কস্তা। শেষ শটটি ঠেকানোর পর মাঝমাঠে সতীর্থদের সঙ্গে দাঁড়িয়ে থাকা রোনালদোর মুখে হাসি ফুটেছে। নির্ধারিত সময়ের দুই অর্ধ মিলিয়ে তিনটি ফ্রি কিক নিয়েও গোল পাননি। বল একবার পোস্টের ওপর দিয়ে গিয়েছে, বাকি দুবার ঠেকিয়েছে ওবলাকের বিশ্বস্ত হাত। ৮৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে আসা পাসে দারুণ সুযোগ থেকে শটও নিয়েছিলেন। এবারও প্রাচীর সেই ওবলাক! টাইব্রেকারে শেষ পর্যন্ত সেই প্রাচীর গলে লক্ষ্যভেদ করেছেন রোনালদো। উদ্‌যাপন করেছেন দুহাত তুলে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে। সেটি পেনাল্টি মিসের জন্য। কিন্তু কস্তা যা করছিলেন, তাতে রোনালদোর মুখে স্বস্তির হাসি ফুটতই।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন