ফুটবল
ক্লাসিকোয় বার্সাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল
খেলা ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ০৩:৩৪ পিএম
টেবিলে বার্সার চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে কার্লো আনচেলত্তির রিয়াল
স্বান্তনার জয় খুঁজছিলেন জাভি হার্নান্দেজ। এল ক্লাসিকো টার্গেট করেছিলেন। কিন্তু রোমাঞ্চ চড়ানো ক্লাসিকোতে সমতাও ধরে রাখতে পারেনি বার্সেলোনা। শেষ সময়ে জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদের ত্রাতা হয়েছেন আরেকবার। তাতেই সাদা চোখে নিষ্পত্তি হয়েছে লিগ শিরোপার লড়াই। টেবিলে বার্সার চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে কার্লো আনচেলত্তির রিয়াল।
লা লিগা মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় ঠিক এমনটাই হয়েছিল। শেষ মুহূর্তে জুড বেলিংহামের গোলে বার্সেলোনার মাঠ থেকে জয় নিয়ে ফেরে রিয়াল মাদ্রিদ। লিগে ফিরতি দেখাতে দুইবার পিছিয়ে পড়ার পরও শেষ মুহূর্তে সেই বেলিংহামই আনেন জয়সূচক গোল। সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-২ গোল ব্যবধানে জিতেছে মাদ্রিদ।
রবিবার রাতে প্রথম ৬ মিনিটেই সফরকারীদের এগিয়ে দেন ক্রিস্টেনসেন। সমতায় ফিরতে বেশি দেরি করেনি রিয়াল। ১৬ মিনিটে লুকাস ভাসকেসকে ফাউল করে বসেন কবারসি৷ ফল পেনাল্টি এবং ভিনিসিয়ুসের অব্যর্থ গোল। বিরতির আগ পর্যন্ত সমতায় চলে লড়াই।
ম্যাচের ৬৯ মিনিটে আবারও জালের দেখা পায় বার্সা। লামিনে ইয়ামালের শট লুনিন ঠেকিয়ে দিলেও ফিরতি শটে গোল করেন ফারমিন লোপেস। সেই লিডও চার মিনিটের বেশি ধরে রাখতে পারেনি জাভির শিষ্যরা। এবার গোল জোরালো শটে সমতায় ফেরান ভানকেস।
সমতায় ফেরার পর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল। বার্সার দুর্গে একের পর এক হানা দেয়। ৭৮ মিনিটে পাল্টা আক্রমণে স্টেগানকে একা পেয়েও গোল করতে পারেননি ভিনি। তবে রিয়ালের ত্রাতা আরেকবার যোগ করা সময়ে হন বেলিংহ্যাম। দুর্দান্ত এক শটে বেলিংহ্যাম যখন গোল করেন তখন খেলার বাকি কয়েক মিনিট।
৩২ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে রিয়াল। দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার সঙ্গে তাদের ব্যবধানটা এখন বেড়ে দাঁড়িয়েছে ১১ পয়েন্টে। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা। লিগ জয়ের স্বপ্নটা বার্সার ফিকে হলো আরেকটু।