Logo
Logo
×

খেলা

বিস্ময়–বালক এনদ্রিকের গোল, জয়ে শুরু দরিভালের ব্রাজিল অধ্যায়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ১১:১৫ পিএম

বিস্ময়–বালক এনদ্রিকের গোল, জয়ে শুরু দরিভালের ব্রাজিল অধ্যায়

‘বিস্ময়–বালক’ পরিচিতি পাওয়া  এনদ্রিকের আজ নিয়ে তৃতীয়বার ব্রাজিলের জার্সিতে খেলতে নেমেছেন, ওয়েম্বলিতে প্রথমবার। ম্যাচের ৭১ মিনিটে বদলি নামার ৯ মিনিট পরেই পেয়ে গেলেন প্রথম গোল।

তাঁর গোলেই ইংল্যান্ডকে ১–০ ব্যবধানে হারিয়ে দিল ব্রাজিল। তাতে দলটির নতুন কোচ দরিভাল জুনিয়রের শুরুটাও হলো রঙিন। ১৭ বছর ৮ মাস ২ দিন বয়সী এনদ্রিকই এখন একবিংশ শতাব্দীতে ব্রাজিলের সর্বকনিষ্ঠ গোলদাতা, সব মিলিয়ে চতুর্থ সর্বকনিষ্ঠ। তাঁর ওপরে আছেন ‘ফুটবলের রাজা’ পেলে, এদু এবং রোনালদো ‘দ্য ফেনোমেনন’। তবে একটা জায়গায় এনদ্রিক আজ সবাইকে ছাড়িয়ে গেছেন।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ওয়েম্বলিতে সবচেয়ে কম বয়সে গোল করা খেলোয়াড় এখন তিনিই। তাঁর এই গোলটা ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ২০ ম্যাচ পর হারের তেতো স্বাদ দিয়েছে।

অথচ এ ম্যাচে ইংল্যান্ডকেই ফেবারিট ভাবা হচ্ছিল। ইংলিশরা ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলিয়ানদের চেয়ে ২ ধাপ এগিয়ে, সর্বশেষ ১০ ম্যাচে ছিল অপরাজিত, খেলাটাও তাদের ঘরের মাঠে। ভিনিসিয়ুস, রদ্রিগো, রাফিনিয়াদের নিয়ে গড়া আক্রমণভাগ ম্যাচের শুরু থেকেই ইংলিশ রক্ষণভাগের কঠিন পরীক্ষা নিয়েছে। ইংল্যান্ড শুধু বল দখলেই যা একটু এগিয়ে ছিল।

ব্রাজিলের ৪৭ শতাংশের বিপরীতে তাদের ৫৩ শতাংশ। তবে লক্ষ্যে শট নেওয়া, গোলের বড় সুযোগ সৃষ্টি করায় ব্রাজিলিয়ানরাই দাপট দেখিয়েছে। কিন্তু ভিনি–রদ্রিগোরা একাধিকবার ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ডকে একা পেয়েও ‘ফিনিশিং টাচ’ দিতে পারেননি।

ম্যাচজুড়ে অনেকগুলো সুযোগ হাতছাড়ার মধ্যেই কাঙ্ক্ষিত মুহূর্তটা আসে ৮০ মিনিটে। আন্দ্রেয়াস পেরেরার থ্রু বল ধরে ছুটতে থাকেন ভিনিসিয়ুস। জন স্টোনসকে ফাঁকি দেওয়ার পর তাঁর সামনে পড়েন গোলকিপার পিকফোর্ড। কাছকাছি দূরত্ব থেকেই শট নেন ভিনি। তবে পিকফোর্ড তা রুখে দিলে বল চলে যায় পাশে থাকা এনদ্রিকের কাছে। মৌসুম শেষে পালমেইরাস ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া এ তরুণ ইংল্যান্ডের জাল কাঁপাতে ভুল করেননি।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন