চ্যাম্পিয়ন্স লিগ
অবিশ্বাস্য নাটকীয়তার পর বার্সার বিদায়, সেমিতে পিএসজি
খেলা ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০৩:৪৫ পিএম
কিলিয়ান এমবাপ্পের গোল উদ্যাপন
প্রথম লেগের ১ গোলের লিডের সঙ্গে দ্রুতই ব্যবধান আরও বাড়িয়ে নেয় বার্সেলোনা। কিন্তু ২ গোলের লিডও ধরে রাখতে পারেনি জাভি হার্নান্দেজের দল। নিজেদের বেশ কিছু ভুল আর চাপ ধরে রাখতে না পারায় মাশুল গুনেছে কাতালুনিয়ারা। ফাইনাল লেগের হিসাব মেলাতে না পেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়নরা। তাতে ২০২০-২১ মৌসুমের পর এই প্রথম শেষ চারের টিকিট পেল লুইস এনরিকের পিএসজি।
মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় তথা ফাইনাল লেগে শুরুতেই রাফিনহার গোলে লিড নেয় বার্সেলোনা। তার পরও ম্যাচটি তারা হেরেছে ৪-১ ব্যবধানে। সম্মিলিতভাবে ৬-৪ ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠেছে পিএসজি। রাতের অন্য খেলায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিদায়ঘণ্টা বাজিয়েছে বুরুশিয়া ডর্টমুন্ড। সিগন্যাল ইদুনা পার্কে স্পেনের ক্লাবটিকে তারা হারিয়েছে ৪-২ ব্যবধানে। সম্মিলিতভাবে ৫-৪ লিড নিয়ে শেষ চারে উঠেছে জার্মান জায়ান্টরা।
উয়েফা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিষ্প্রভ এমবাপ্পে যে বার্সেলোনার মাঠে জ্বলে উঠতে পারেন, সেই শঙ্কা বার্সা সমর্থকদের মনে আগে থেকেই ছিল। এর আগেও বার্সার মাঠে এসে হ্যাটট্রিক করেছিলেন। আজ করলেন জোড়া গোল।
দ্বিতীয়ার্ধে এমবাপ্পের দুই গোলের আগে উসমান দেম্বেলে ও ভিতিনিয়াও বার্সার জাল কাঁপিয়েছেন। তাতে রাফিনিয়ার গোলে কাতালান ক্লাবটির বিপক্ষে পিছিয়ে পড়েও ৪–১ ব্যবধানে জয় পেল পিএসজি। ঘুরে দাঁড়ানো এ জয়ে দুই লেগ মিলিয়ে ৬–৪ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে পৌঁছে গেল লুইস এনরিকের দল। বিদায় নিতে হলো জাভি হার্নান্দেজের বার্সাকে। ফাইনালে ওঠার লড়াইয়ে পিএসজি প্রতিপক্ষ হিসেবে পেল জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে।