ব্রেকিং |
ওপেনিংয়ে আসা সুনীল নারাইন করেছেন ৩৯ বলে ক্যারিয়ার-সর্বোচ্চ ৮৫ রান
আইপিএলের রেকর্ড ২৭৭ রানের স্কোর গড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। সপ্তাহখানেক পর সেটি ভাঙার খুব কাছে গিয়ে থামল কলকাতা নাইট রাইডার্স।
বিশাখাপট্টনমে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২০ ওভারে ৭ উইকেটে কলকাতা তুলেছে ২৭২ রান। আইপিএলের ইতিহাসে এখন এটিই দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে এটি এখন সপ্তম সর্বোচ্চ স্কোর।
ওপেনিংয়ে আসা সুনীল নারাইন করেছেন ৩৯ বলে ক্যারিয়ার-সর্বোচ্চ ৮৫ রান। ১৩তম ওভারে নারাইন থামার পরও কলকাতার ঝড় থামেনি। অঙ্গকৃষ রঘুবংশীর ২৭ বলে ৫৪ রানের সঙ্গে আন্দ্রে রাসেলের ১৯ বলে ৪১ ও রিংকু সিংয়ের ৮ বলে ২৬ রানের ইনিংসে নিজেদের সর্বোচ্চ স্কোর গড়ে কলকাতা।
জবাব দিতে নেমে দিল্লী শুরু থেকে তেমন ভালো করেনি। মাঝ ইনিংসে পন্তের ২৫ বলে ৫৫ ও স্টাব্স এর ৩২ বলে ৫৪ ঝড়ের অভ্যাস দিলেও জয়ের জন্যে যথেষ্ট ছিলোনা। শেষ পর্যন্ত দিল্লীর ইনিংস ১৬৬ রানে থামলে কলকাতা ১০৬ রানের বড় জয় পায়।