Logo
Logo
×

খেলা

আইপিএলে কোহলিদের টানা দ্বিতীয় হার

Icon

খেলা ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ১২:৩৪ এএম

আইপিএলে কোহলিদের টানা দ্বিতীয় হার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা দ্বিতীয় হারের স্বাদ পেল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টের কাছে আজ কোহলিরা হেরেছেন ২৮ রানে। এর আগে আইপিলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হার দিয়ে শুরু করে বেঙ্গালুরু। দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে জয় পেলেও পরের ম্যাচে হেরে যায় কলকাতা নাইট রাইডার্সের কাছে। এবার লক্ষ্ণৌর কাছেও লড়াইবিহীন আত্মসমর্পণ করল ফাফ ডু প্লেসির দল। অন্য দিকে লক্ষ্ণৌর তৃতীয় ম্যাচে এটি দ্বিতীয় জয়।

বেঙ্গালুরুতে টসে জিতে লক্ষ্ণৌকে আগে ব্যাট করতে পাঠায় বেঙ্গালুরু। কুইন্টন ডি ককের দুর্দান্ত ৮১ রানে ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮১ রানের পুঁজি পায় লক্ষ্ণৌ। জবাবে নিয়মিত উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে ১৫৩ রানেই অলআউট হয়ে যায় বেঙ্গালুরু।

সংক্ষিপ্ত স্কোর 

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস: ২০ ওভারে ১৮১/৫ (ডি কক ৮১, পুরান ৪০*, স্টয়নিস ২৪, রাহুল ২০; ম্যাক্সওয়েল ২/২৩, দয়াল ১/২৪, টপলি ১/৩৯) 

রয়্যাল চ্যালেঞ্জার্স: ১৯.৪ ওভারে ১৫৩ (লোমোর ৩৩, পাতিদার ২৯, কোহলি ২২, ডু প্লেসি ১৯; যাদব ৩/১৪, নাভীন ২/২৫, স্টয়নিস ১/৯, সিদ্ধার্থ ১/২১) 

ফল: লক্ষ্ণৌ ২৮ রানে জয়ী।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন