Logo
Logo
×

খেলা

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

৯ গোলের ম্যাচে শেষ হাসি বার্সার, লিভারপুলের সাতে সাত

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১২:০৮ পিএম

৯ গোলের ম্যাচে শেষ হাসি বার্সার, লিভারপুলের সাতে সাত

প্রবল বর্ষণের রাতে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া জয়সূচক গোলটি করেছেন যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে

গ্রিসের স্ট্রাইকার ভাঙ্গেলিস পাভলিদিসের হ্যাটট্রিকে প্রথমার্ধেই ৩–১ গোলে এগিয়ে গিয়েছিল বেনফিকা। মনে হচ্ছিল গ্রিক রূপকথায় বার্সেলেনার বিপক্ষে স্মরণীয় এক জয়ই পেতে যাচ্ছে পর্তুগিজ ক্লাবটি।

কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর অদম্য গল্প লিখল বার্সা। মহানাটকীয় ম্যাচটা তারা জিতে নিল ৫–৪ ব্যবধানে। এমন স্কোরলাইন চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে প্রথম! এ জয়ে সরাসরি শেষ ষোলোতে খেলাও নিশ্চিত হলো হান্সি ফ্লিকের দলের।

আরেক ম্যাচে লিলকে ২–১ গোলে হারিয়েছে লিভারপুল। আগেই শেষ ষোলো নিশ্চিত করে ফেলা আর্নে স্লটের দল এ নিয়ে টানা সাত জয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই রয়ে গেল। এবারের চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দলও তারা।

লিসবনে বহু বাঁক বদলের ম্যাচে বার্সেলোনার জয়ের নায়ক রাফিনিয়া। প্রবল বর্ষণের রাতে ব্রাজিলিয়ান এই উইঙ্গার জয়সূচক গোলটি করেছেন যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে, রেফারি শেষ বাঁশি বাজানোর ঠিক আগমুহূর্তে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন