Logo
Logo
×

খেলা

শাস্তি কমলো ভিনিসিয়ুসের

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০১:১৫ পিএম

শাস্তি কমলো ভিনিসিয়ুসের

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার কথা ছিল। তবে অল্পতেই বেঁচে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান। চার ম্যাচের জায়গায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাচ্ছেন তিনি।

তবে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেও স্প্যানিশ সুপার কাপ খেলতে পারবেন ভিনি। শুক্রবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-১ গোলের জয়ে সরাসরি লাল কার্ড পাওয়ায় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) তাকে এই শাস্তি প্রদান করেছে।

ভিনিসিয়ুস এখন রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচে, অর্থাৎ বৃহস্পতিবার সৌদি আরবের রিয়াদে মালোর্কার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে খেলতে পারবেন। তবে লা লিগায় তিনি পরবর্তী দুটি ম্যাচে, লাস পালমাস এবং রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে খেলতে পারবেন না।


ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন