ফিফটি তুলে নিয়ে অপরাজিত ছিলেন পরাগ
আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১২৫ রানে থেমেছে মুম্বাইয়ের ইনিংস। তাড়া করতে নেমে ৬ উইকেটে জিতেছে রাজস্থান, ২৭ বল হাতে রেখে।
রিয়ান পরাগের অপরাজিত ৩৯ বলে ৫৪ রানের ইনিংসে হেসেখেলেই জিতেছে রাজস্থান। এ নিয়ে ৩ ম্যাচের সবগুলো জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল ৬ পয়েন্ট পাওয়া সঞ্জু স্যামসনের দল। আর মুম্বাই টানা ৩ ম্যাচ হেরে ১০ দলের পয়েন্ট তালিকায় তলানিতে। একে তো রোহিতের জায়গায় অধিনায়ক, তারওপর দলের এমন পারফরম্যান্স— পান্ডিয়ার ওপর রাগটা আপাতত কমার সম্ভাবনা নেই মুম্বাই সমর্থকদের।