ব্রেকিং |
ম্যাচ শেষে রংপুরের খুশদীল ও ইফতিখার।
বিপিএলের চলতি আসরে দুর্দান্ত ফর্মে আছে রংপুর রাইডার্স।
ঢাকা পর্বের তিনটি ম্যাচেই নুরুল হাসান সোহানের নেতৃত্বে জয় পেয়েছে দলটি। সিলেট পর্বেও জয় দিয়ে শুরু করে রংপুর। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে গ্রুপ পর্বের পাঁচ ম্যাচেই জয় পেয়েছে তারা। টস জিতে রংপুর বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ঢাকা পর্বে তিন ম্যাচ হেরে সিলেটে যাওয়া ঢাকা ক্যাপিটালস ১৬.৩ ওভারে ১১১ রানে অলআউট হয়। কোচ খালেদ মাহমুদ সুজন ব্যাটিং অর্ডার পরিবর্তন করলেও কোনো লাভ হয়নি।
ঢাকা ইনিংস ওপেন করেন জেসন রয় এবং মারকুটে ব্যাটার হাবিবুর রহমান সোহান। তারা ৩.১ ওভারে ২৮ রান যোগ করেন। হাবিবুর ১২ বলে ১৪ রান করে আউট হন এবং রয় ১২ বলে ১৮ রান করে ফিরে যান। তিন নম্বরে নেমে তানজিদ তামিম ১৬ বলে ২০ রান করেন। চারে নেমে লিটন দাস ১৩ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন। ৮.৫ ওভারে ৭০ রান সংগ্রহ করার পর ঢাকা ১১১ রানেই অলআউট হয়ে যায়।
রংপুর রাইডার্স জবাবে ১৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। আগের ম্যাচে সেঞ্চুরি করা ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস ২৭ বলে ৪৪ রান যোগ করেন এবং খুশদীল শাহ ১৩ বলে ২৭ রানে অপরাজিত থাকেন।
রংপুরের হয়ে নাহিদ রানা দুর্দান্ত বোলিং করেন, ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন। পাকিস্তানের তরুণ বাঁ-হাতি পেসার আকিফ জাভেদ ৩.৩ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন। খুশদীল শাহ ২ ওভারে ১৪ রান খরচ করে ২ উইকেট নেন।
রংপুর তাদের পাঁচটি জয়ের মধ্যে দুটি পেয়েছে ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে। অন্য জয়টি পেয়েছে গত আসরের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে। রংপুরের এখনো রাজশাহী, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম কিংসের বিপক্ষে ম্যাচ বাকি আছে। দুই ম্যাচের দুটিতেই জয় পাওয়া খুলনার বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়তে পারে রংপুর। চট্টগ্রাম পর্বে চট্টগ্রাম কিংসও কঠিন প্রতিপক্ষ হবে।