ব্রেকিং |
মোসাদ্দেক হোসেন। ফাইল ছবি
ঢাকা ঘুরে বিপিএল এখন সিলেটে। আজ লাক্কাতুরা চা বাগান ঘেরা মাঠে শুরু হবে কুড়ি কুড়ির রোমাঞ্চ। সেই পর্বে মাঠে নামার আগে মোসাদ্দেক হোসেনকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। আজ সোমবার তাকে দলে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
সোমবার দলের সঙ্গে অনুশীলনও করবেন ঢাকার সাবেক ক্রিকেটার ও অধিনায়ক মোসাদ্দেক। এর আগে বিপিএলের ড্রাফট থেকে অবিক্রিত ছিলেন তিনি। তাকে দলে ভেড়াতে পরেও কেউ আগ্রহ দেখায়নি।
তবে চলমান বিপিএলে মুস্তাফিজ-লিটন দাসদের নিয়ে গড়া ঢাকা ফল না পেলে শেষ পর্যন্ত মোসাদ্দেকদে দলে টানার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। তাছাড়া দলটিকে মানসিকভাবে শক্তিশালী করতে গতকাল ক্যাপিটালসে যোগ দিয়েছেন মেন্টর সাঈদ আজমল।
ঢাকা পর্বে তিন ম্যাচের তিনটিতে হেরেছে ঢাকা। অভিনেতা শাকিব খানের দল আছে বিপিএল টেবিলের তলানিতে।