উইকেট নেওয়ার পর তাসকিনের উদযাপন। ছবি : সংগৃহীত
মিরপুরে মাঠের বাইরে টিকিট নিয়ে হাঙ্গামা। মাঠে টাইগার পেসার তাসকিন আহমেদের আগুনে স্পেল। কুয়াশায় মোড়ানো শীতের ঢাকায় যেন উত্তাপ ছড়াচ্ছে বিপিএল।
একদিন বিরতি দিয়ে আজ আবারও মাঠে গড়িয়েছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই ক্রিকেটযজ্ঞ। দিনের প্রথম ম্যাচে অন্তত এখন পর্যন্ত সব আলো কেড়ে নিলেন তাসকিন। ১৯ রান খরচায় শিকার করেছেন ৭ উইকেট। নিজের ক্যারিয়ার সেরা তো বটেই, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১ আসরের ইতিহাসে এটাই এখন সেরা স্পেল।
অবশ্য তাসকিনের ইতিহাসগড়ার দিনেও চ্যালেঞ্জিং স্কোরও গড়েছে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানের পুঁজি পেয়েছে তারা। রাজশাহীর জয়ের জন্য করতে হবে ১৭৫ রান। নিজেদের প্রথম ম্যাচে হেরে আসর শুরু করা দুই দলই চাইবে আজ জয়ের খাতা খুলতে।