আইপিএল
নিষ্প্রভ মোস্তাফিজ, ধোনির শেষের ঝড়েও চেন্নাইয়ের প্রথম হার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ০১:২০ এএম
মহেন্দ্র সিং ধোনি
বিশাখাপট্টনমে দিল্লি ক্যাপিটালসের দেওয়া ১৯২ রানের লক্ষ্য ছুঁতে নেমে কোনো পর্যায়েই জেতার মতো অবস্থায় যেতে পারেনি চেন্নাই।
ধোনি যখন নামেন, তখন ২৩ বলে দরকার ছিল ৭২ রান। ৪৩ ছুঁই ছুঁই ধোনি তবু চেষ্টা করলেন। ১৬ বলের ইনিংসে ৪টি চার আর ৩টি ছক্কায় দর্শকদের ভরপুর বিনোদন দিয়ে অপরাজিত থাকলেন ৩৭ রানে। তাতে শুধু হারের ব্যবধানটাই কমাতে পারলেন। চেন্নাইকে ২০ রানে হারিয়ে দিল্লি পেল এবারের আসরে প্রথম জয়। এ হারে পয়েন্ট তালিকার দুইয়ে নেমে গেছে চেন্নাই। কলকাতা নাইট রাইডার্স উঠে এসেছে শীর্ষে।
মোস্তাফিজ বেশ খরুচে ছিলেন; ৪ ওভারে বিলিয়েছেন ৪৭ রান। বল হাতে নিষ্প্রভ ছিলেন দীপক চাহার, রবীন্দ্র জাদেজারাও। তাতে দিল্লি ক্যাপিটালস পেয়ে গিয়েছিল ১৯১ রানের বড় সংগ্রহ। ফিফটি করেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার ও ‘মৃত্যুর দুয়ার’ থেকে ফিরে আসা অধিনায়ক ঋষভ পন্ত।
সংক্ষিপ্ত স্কোর
দিল্লি ক্যাপিটালস: ২০ ওভারে ১৯১/৫
(ওয়ার্নার ৫২, পন্ত ৫১, শ ৪৩; পাতিরানা ৩/৩১, জাদেজা ১/৪৩, মোস্তাফিজ ১/৪৭)
চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ১৭১/৬
(রাহানে ৪৫, ধোনি ৩৭*, মিচেল ৩৪; মুকেশ ৩/২১, খলিল ২/২১, অক্ষর ১/২০)
ফল: দিল্লি ক্যাপিটালস ২০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: খলিল আহমেদ।