অস্ট্রেলিয়া-ভারত টেস্টে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৪:১২ পিএম
বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ। ছবি : আইসিসি
টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ও ভারত। কিন্তু সেখানেও থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব! মাঠের ক্রিকেটার হিসেবে নন, কোচিং স্টাফেও কেউ নেই। উইকেট তৈরিতেও নেই বাংলাদেশের কারোর অবদান। তারপরও লাল-সবুজের দেশের একজন থাকছেন অন্যভাবে। বোর্ডার গাভাস্কার ট্রফির শেষ দুই টেস্টে আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করা বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মাঠে গড়াতে যাওয়া মেলবোর্ন টেস্টে শরফুদ্দৌলা দায়িত্ব পালন করবেন টিভি আম্পায়ার হিসেবে। পরে ৩ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য সিডনি টেস্টে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন শরফুদ্দৌলা।
শরফুদ্দৌলা সর্বশেষ ডারবানে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে অন ফিল্ড আম্পায়ার ছিলেন। ডারবান টেস্টে তার আম্পায়ারিং বেশ প্রশংসা কুড়িয়েছেন। ওই ম্যাচে শরফুদ্দৌলার সিদ্ধান্তের বিপক্ষে আটবার রিভিউ নিয়ে কোনও দলই সফল হতে পারেনি। সিরিজের পরের ম্যাচে গেবেখায় ছিলেন টিভি আম্পায়ারের দায়িত্বে।
সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত তিনিশরফুদ্দৌলা আম্পায়ারিং করেছেন ১০টি টেস্টে। এ ছাড়া চলতি বছরে ৫টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টিতে আম্পায়ার হিসেবে কাজ করেছেন শরফুদ্দৌলা। আম্পায়ারিংয়ে ব্যস্ত সময় পার করছেন শরফুদ্দৌলা, এ কথা এখন বলাই যায়।