এবার তিন মাসের জন্য মাঠের বাইরে স্টোকস। ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ডের বিপক্ষে সম্প্রতি টেস্ট চলাকালিন হ্যামস্ট্রিংয়ের চোটে পান বেন স্টোকস। স্ক্যান রিপোর্ট হাতে পেয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সোমবার তারা জানায়, বাম পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে তার। আগামী মাসে অস্ত্রোপচার করাতে হবে। এরপর শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া। তাই অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে টেস্ট অধিনায়ককে।
গত অগাস্টে দা হান্ড্রেডে খেলার সময়ও বাম পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন স্টোকস। তখন দুই মাসের পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন। পরে অক্টোবরে পাকিস্তান সফর দিয়ে মাঠে ফিরেছিলেন তিনি। এরপর আর একটি সিরিজ খেলতে পারলেন ইংলিশ অধিনায়ক।
চলতি মাসে হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিন নিউ জিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৫৬তম ওভারে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়েন স্টোকস। কিন্তু পুরোনো চোট ফিরে আসায় সেই অভিযানে ধাক্কা খেলেন ৩৩ বছর বয়সী অলরাউন্ডার।
আপাতত আগামী মে মাসের আগে ইংল্যান্ডের কোনো টেস্ট সিরিজ নেই। তাই পুনর্বাসনের জন্য প্রায় ৬ মাসের কাছাকাছি সময় পাবেন স্টোকস। এরপর হয়তো জিম্বাবুয়ের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন পারেন তিনি।