Logo
Logo
×

খেলা

ফুটবল

নেইমার ২০২৬ বিশ্বকাপে খেলতে চান

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭ পিএম

নেইমার ২০২৬ বিশ্বকাপে খেলতে চান

নেইমার ২০২৬ বিশ্বকাপে খেলতে চান

কাতারেই শেষ বিশ্বকাপ—এমন ইঙ্গিত ২০২২ বিশ্বকাপের আগেই দিয়েছিলেন নেইমার। তবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল বাদ পড়ার পর ভাবনায় বদল কিছুটা বদল এনেছিলেন। পরের বছর ফেব্রুয়ারিতে টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিল তারকা ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি।

এবার সরাসরিই বললেন, ‘২০২৬ বিশ্বকাপে খেলতে চাই।’ নেইমার কথাটা বলেছেন এমন সময়ে, যখন সর্বশেষ ১৪ ম্যাচে জাতীয় দলের হয়ে একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি। সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টের সাংবাদিক মারিওন বার্তোল্লি ও বেনোইত বোউত্রনকে একটি সাক্ষাৎকার দিয়েছেন নেইমার। বোউত্রন ৩২ বছর বয়সী আল হিলাল ফরোয়ার্ডের কাছে জানতে চেয়েছোন, ২০২৬ বিশ্বকাপ জয় তাঁর ক্যারিয়ারের শেষ লক্ষ্য কি না।

জবাবে নেইমার বলেন, ‘সবার আগে আমি আল হিলালের হয়ে ভালো একটি মৌসুম কাটাতে চাই। মারাত্নক এক চোট থেকে কেবল ফিরেছি। নিজের পর্যায়ে ফিরতে ও কেন এখানে আছি, তা বোঝাতে এখনো হাতে সময় আছে। আমার অগ্রাধিকার হলো—ভালোভাবে সেরে ওঠা। শারীরিক সক্ষমতা বাড়িয়ে আবারও খেলা শুরু করা। আল হিলালের হয়ে আমি ২০২৫ ক্লাব বিশ্বকাপ খেলতে চাই। কারণ, ক্লাবের জন্য এটা গুরুত্বপূর্ণ।’

নেইমার এরপর ২০২৬ বিশ্বকাপ নিয়ে বলেছেন, ‘অবশ্যই বিশ্বকাপে খেলা সব খেলোয়াড়েরই লক্ষ্য। আমি এরই মধ্যে তিনটি বিশ্বকাপে খেলেছি। অবশ্যই চতুর্থটিতেও খেলতে চাই। এটায় মনোযোগী থাকতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে।’

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন