ফরচুন বরিশালের হয়ে খেলবেন শাহিন আফ্রিদি
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ পিএম
শাহিন শাহ আফ্রিদি
এবারের বিপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই খেলবে ফরচুন বরিশাল। আসরের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে তারকা সমৃদ্ধ স্কোয়াডই গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দলের পেস আক্রমণের শক্তি বাড়াতে পাকিস্তানের তারকা শাহিন শাহ আফ্রিদিকে চুক্তিবদ্ধ করেছে বরিশাল।
ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে আফ্রিদির ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছে, ‘পাকিস্তানের পেস বোলিং ম্যাজিশিয়ান এখন ফরচুন বরিশালের অংশ। বিপিএলে সাউদার্ন আর্মি হতে যাচ্ছেন শাহিন আফ্রিদি। তাকে স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি।’
শাহীন আফ্রিদিকে দলে টেনে ফ্র্যাঞ্চাইজিটি বেজায় খুশি। বরিশালের আঞ্চলিক ভাষায় পাকিস্তানের তারকা এ পেসারকে স্বাগত জানিয়ে দলটি ফেসবুকে লিখেছে, 'ও মনু, শাহীন ভাই কিন্তু আইয়া পড়ছে!'
আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল। প্রায় দেড় মাসব্যাপী টুর্নামেন্টটির পর্দা নামবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি। এবারের বিপিএলে অংশ নিচ্ছে ৭টি দল- ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।
এবারের টিকেটিং ব্যবস্থা হবে পুরোপুরি ডিজিটাল। গ্যালারিতে দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা করা হবে। স্টেডিয়াম পরিচ্ছন্ন রাখার জন্য থাকবে বিশেষ কর্মসূচি। শুরু থেকেই থাকবে ডিআরএস, উন্নতমানের ব্রডকাস্ট, বিদেশি আম্পায়ার ও জনপ্রিয় ধারাভাষ্যকার। বিপিএল শুরু হবে ঢাকা থেকে এরপর সিলেট, চট্টগ্রাম হয়ে শেষপর্ব ঢাকাতেই।