Logo
Logo
×

খেলা

ইংলিশ লিগ কাপ

আর্সেনালে জেসুসের প্রথম হ্যাটট্রিক, সেমিফাইনালে লিভারপুল–নিউক্যাসলও

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:২২ পিএম

আর্সেনালে জেসুসের প্রথম হ্যাটট্রিক, সেমিফাইনালে লিভারপুল–নিউক্যাসলও

দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় একাই ঘুরিয়ে দেন জেসুস

জেসুসের একক নৈপুণ্যেই গত রাতে ক্রিস্টাল প্যালেসকে ৩–২ গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপের (কারাবাও কাপ নামে পরিচিত) সেমিফাইনালে পৌঁছে গেছে আর্সেনাল।

শেষ চারে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল ও কখনোই চ্যাম্পিয়ন হতে না পারা নিউক্যাসল ইউনাইটেড। সাউদাম্পটনের মাঠে লিভারপুলের জয় ২–১ গোলে, নিউক্যাসল ব্রেন্টফোর্ডকে হারিয়েছে ৩–১ গোলে। আজ রাতে চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে টটেনহাম ও ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচ জয়ী দল শেষ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেবে।

কাল ম্যাচের শুরুতে নগর প্রতিদ্বন্দ্বী ক্রিস্টাল প্যালেস গানারদের বিপদ আরও বাড়ায়। ৪ মিনিটেই গোল করে প্যালেসকে এগিয়ে দেন জ্যঁ–ফিলিপ মাতেতা। এরপর গ্যালারি থেকে আসতে থাকে একের পর এক দুয়োধ্বনি, যা চলতে থাকে বিরতির আগপর্যন্ত। কারণ, ১–০ গোলে পিছিয়ে থেকেই যে বিরতিতে যেতে হয় আর্সেনালকে।

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় একাই ঘুরিয়ে দেন জেসুস। ৫৪, ৭৩ ও ৮১ মিনিটে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ইংলিশ ফুটবলে তিনি সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন ২০২২ সালে প্রিমিয়ার লিগে। তবে তা ম্যানচেস্টার সিটির হয়ে। 

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন