ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল গ্রেপ্তার
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৩০ পিএম
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল ওরফে নদী। ছবি : ফেসবুক থেকে নেওয়া
নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল ওরফে নদীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলফাতারা কাজলকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি।
গতকাল শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা এবং মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিং এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক প্রথম আলোকে বলেন, দুজনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় মামলা আছে। এই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির ডিবি সূত্র জানায়, দুদিন আগে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতাল এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন নদী ও কাজল।