Logo
Logo
×

রাজনীতি

১৬ ডিসেম্বর মানিকমিয়া অ্যাভিনিউতে বিএনপির কনসার্ট

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ পিএম

 ১৬ ডিসেম্বর মানিকমিয়া অ্যাভিনিউতে বিএনপির কনসার্ট

বিজয় দিবস উদযাপন ও দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দিতে আগামী ১৬ ডিসেম্বর মানিকমিয়া অ্যাভিনিউতে কনসার্ট করবে বিএনপি।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে সবার আগে বাংলাদেশ নামে একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে এ ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

সংবাদ সম্মেলনে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, গত ১৫ থেকে ১৬ বছর বাঙালি বিজয় দিবস উদযাপন করতে পারেনি। আওয়ামী লীগ সরকারের নানা অত্যাচার, অনাচারের মুখে পড়তে হয়েছে। তাই জাতিকে একত্রিত করার মধ্য দিয়ে এবারের বিজয় দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় পাকিস্তানকে বিদায় করার উদ্দেশ্য ভারতের গোলামী করার জন্য নয় উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, এসব দেশের সংস্কৃতিকে বিদায় জানাতে হবে। ভিনদেশি সংস্কৃতি বিদায় করতেই সবার আগে বাংলাদেশ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। পালিয়ে যাওয়া পক্ষ ভিনদেশের সঙ্গে যুক্ত হয়ে যে ষড়যন্ত্র করছে তা রুখতে সংগঠনটি কাজ করবে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন