Logo
Logo
×

রাজনীতি

সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া নিয়ে চলতি মাসেই ঘোষণার ইঙ্গিত ড. ইউনূসের

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম

সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া নিয়ে চলতি মাসেই ঘোষণার ইঙ্গিত ড. ইউনূসের

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছবি: ইউএনবি

আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে এক মতবিনিময় সভায় ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন সংস্কার কমিশনের কথা উল্লেখ করে বলেন, পুরোনো ধাঁচের সমস্যা এড়াতে নির্বাচনের আগেই কিছু সংস্কার কাজ শেষ করতে হবে।

ড. ইউনূস বলেন, ‘নির্বাচনী প্রক্রিয়ায় এসব প্রস্তাব অন্তর্ভুক্ত করার জন্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। সরকার যদি এখন নির্বাচন করে, তাহলে তা হবে সেকেলে এবং পুরোনো ধাঁচের সব সমস্যা ফিরে আসবে।’

ড. মুহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে বলেন, ‘রাজনৈতিক দলগুলো নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে খুবই আগ্রহী। আমরাও নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহী।’

কূটনীতিকদের উদ্দেশে ড. ইউনূস বলেন, সরকারের দুটি দায়িত্ব সম্পর্কে তিনি জনগণকে বোঝানোর চেষ্টা করছেন—নির্বাচন অনুষ্ঠান এবং বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করা।

প্রধান উপদেষ্টা বলেন, ১৫টি ভিন্ন ভিন্ন কমিশন রয়েছে এবং সরকার এ মাসের শেষ থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত এই কমিশনগুলোর কাছ থেকে প্রতিবেদন আশা করছে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন