চলমান পরিস্থিতিতে সতর্ক থাকতে বলেছে বিএনপি
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ এএম
ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সংঘাত, হানাহানিসহ নানা ঘটনার পরিপ্রেক্ষিতে সবাইকে ‘সজাগ ও সতর্ক’ থাকতে বলেছে বিএনপির শীর্ষ নেতৃত্ব।
কয়েক দিন ধরে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ছাত্র সংঘর্ষ, ঢাকার বাইরে থেকে শাহবাগে লোকজন জড়ো করা, দেশের দুটি শীর্ষস্থানীয় সংবাদপত্রের কার্যালয় ঘিরে কর্মসূচি পালনের মতো নানা ঘটনায় অস্থির পরিস্থিতি বিরাজ করছিল। এর মধ্যেই গতকাল মঙ্গলবার চট্টগ্রামে আদালত এলাকায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সংঘর্ষ হয়। এ সময় সাইফুল ইসলাম নামের এক আইনজীবী খুন হন। পরপর সংঘটিত এসব ঘটনায় বিএনপির নীতিনির্ধারকেরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন।
বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় আইনশৃঙ্খলাসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিএনপি মনে করে, সাম্প্রতিক সময়ে নানা দাবিতে বিভিন্ন শ্রেণি-গোষ্ঠীর বিক্ষোভে দেশে একধরনের নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে; কিন্তু সরকারের দিক থেকে এ ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। এতে জনমনে উৎকণ্ঠা তৈরি করছে, যা অন্তর্বর্তী সরকারের জন্য ক্ষতির কারণ হয়ে উঠছে বলে মনে করছেন বিএনপির নীতিনির্ধারকেরা।
স্থায়ী কমিটির সভায় রাজধানীতে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, ছাত্র সংঘর্ষ, প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার ঘিরে কর্মসূচি নিয়ে সদস্যরা আলোচনা করেন। তাঁরা পুরো পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেটে এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় পৃথক অনুষ্ঠানে বক্তব্য দেন। সিলেটের কর্মসূচিতে পতিত স্বৈরাচারের সময়ে যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে, তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, ‘আপনাদের সজাগ ও সতর্ক থাকতে হবে। স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে এবং তারা ষড়যন্ত্র করছে। তারা কিন্তু বসে নেই।’