Logo
Logo
×

রাজনীতি

১৪ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১২:০২ পিএম

১৪ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন

দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার (২৩ নভেম্বর)। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সকালে জেলা টাউন ফুটবল মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তলোন করে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৮০৮ জন কাউন্সিলরসহ প্রায় ১৩ হাজার কাউন্সিলর-ডেলিগেট উপস্থিত আছেন কাউন্সিলে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি হিসেবে মাহমুদ হাসান খান বাবু নির্বাচিত হয়েছেন। তবে সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উদ্বোধন পর্ব শেষে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে দুপুরের পর অনুষ্ঠিত হবে ভোট। যেখানে কাউন্সিলররা জেলার নেতৃত্ব নির্বাচন করবেন। পুরো প্রক্রিয়া ভার্চুয়ালি যুক্ত থেকে পর্যবেক্ষণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে ২০১০ সালে সবশেষ কাউন্সিল হয়েছিল চুয়াডাঙ্গা জেলা বিএনপির। বিগত আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়নের কারণে এতদিন সম্মেলন করতে পারেনি বলে দাবি দলটির নেতাদের।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন